অস্ট্রেলিয়া দিবসে আদিবাসী জনগোষ্ঠীর প্রতিবাদ

অস্ট্রেলিয়া ডেতে আদিবাসী জনগোষ্ঠীর র‍্যালি। ছবি: দ্য সিডনি মর্নিং হেরাল্ড
অস্ট্রেলিয়া ডেতে আদিবাসী জনগোষ্ঠীর র‍্যালি। ছবি: দ্য সিডনি মর্নিং হেরাল্ড

অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠী অস্ট্রেলিয়া ডের পরিবর্তে প্রতিবাদস্বরূপ দিবসটি উদ্‌যাপন করেছেন বার্ষিক দখল দিবস হিসেবে। গতকাল শুক্রবার দেশটির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত র‍্যালিতে হাজার হাজার আদিবাসী যোগ দেন। ২৬ জানুয়ারি দেশটিতে অস্ট্রেলিয়া দিবস পালন করা হলেও কয়েক বছর ধরে আদিবাসী জনগোষ্ঠী দিনটি পালন করেন দখল দিবস হিসেবে।

১৭৮৮ সালের এই দিন অস্ট্রেলিয়ার রাজ্য নিউ সাউথ ওয়েলসের পোর্ট জ্যাকসনে ব্রিটিশ জাহাজের প্রথম বহর আগমন এবং গভর্নর আর্থার ফিলিপ সিডনি কোভে যুক্তরাজ্যের পতাকা উত্থাপন করেন। কিন্তু এখন এ দিনটি পালিত হয় অস্ট্রেলিয়ার বিভিন্ন জাতি-সমাজ-সম্প্রদায়ের মিশ্রণের উৎসব হিসেবে। এদিনে ফিরে দেখা হয় অস্ট্রেলিয়ান ইতিহাসের প্রতিচ্ছবি। পাশাপাশি কমিউনিটিতে অবদানের জন্য পুরস্কার এবং নতুন নাগরিকত্ব পাওয়া সদস্যদের অনুষ্ঠান করে স্বাগত জানানো হয়।

অস্ট্রেলিয়া ডেতে আদিবাসী জনগোষ্ঠীর র‍্যালি। ছবি: দ্য সিডনি মর্নিং হেরাল্ড
অস্ট্রেলিয়া ডেতে আদিবাসী জনগোষ্ঠীর র‍্যালি। ছবি: দ্য সিডনি মর্নিং হেরাল্ড

২৬ জানুয়ারি পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ানোসহ বিভিন্ন উৎসবে পুরো অস্ট্রেলিয়া মেতে থাকলেও কয়েক বছর ধরে এ নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীরা। ইতিপূর্বে ক্ষুদ্র পরিসরে হলেও এবার এই দিনটিতে ভিন্ন দিবস পালন এবং দিবসের তারিখ পরিবর্তন নিয়ে প্রতিবাদ মিছিল বের হতে দেখা গেছে দেশটির প্রায় সকল প্রধান শহরেই। অস্ট্রেলিয়া ডে বাতিল করে দিনটিকে দখল দিবস পালনের দাবি নিয়ে গতকাল প্রতিবাদ ও বিক্ষোভ র‍্যালি করেছে দেশটির আদিবাসী জনগোষ্ঠী। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বলেছেন, এ দিনে গঠন নয়, তাঁদের পূর্বপুরুষদের কাছ থেকে অস্ট্রেলিয়া দখল করা হয়েছিল।
গতকাল মেলবোর্নের পার্লামেন্ট ভবনের সামনে থেকে দখল দিবস পালনের দাবিতে বের হওয়া র‍্যালিতে প্রায় ৬০ হাজার অস্ট্রেলিয়ান যোগ দেন। একই দৃশ্যের দেখা মেলে মধ্য সিডনির রেডফার্নে থেকে ব্রডওয়ে হয়ে ভিক্টরিয়া পার্ক পর্যন্ত, ক্যানবেরার পার্লামেন্ট ভবনের সামনে এবং ব্রিসবেনের ভিক্টোরিয়া ব্রিজসহ আরও অনেক জায়গায়।

সূত্র: দ্য সিডনি মর্নিং হেরাল্ড।