প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হঠাৎই জলবায়ু বিজ্ঞানীদের ঘাটতি দেখা দিয়েছে অস্ট্রেলিয়ায়। জলবায়ু বিজ্ঞানীর অভাবে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছেন দেশটির কৃষকসহ উপকূলীয় জনগোষ্ঠী ও জলবায়ুর সঙ্গে সম্পৃক্ত পেশার মানুষেরা। সম্প্রতি কমনওয়েলথ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা সংস্থা বা সিসিরো (CSIRO) এমন তথ্যই প্রকাশ করেছে।

সিসিরোর মাধ্যমে পরিচালিত অস্ট্রেলিয়ান বিজ্ঞান একাডেমির এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য জলবায়ু গবেষণা প্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তন, শোধন বা অভিযোজন নিয়ে গবেষণা করার জন্য দক্ষ জলবায়ু বিজ্ঞানীদের সংকট রয়েছে। আগামী চার বছরের মধ্যেই কমপক্ষে ১০০ জন দক্ষ জলবায়ু বিজ্ঞানীর প্রয়োজন রয়েছে অস্ট্রেলিয়ায়। তবে কয়েকটি পদে ২৭ জন্য বিজ্ঞানীকে নিয়োগ দেওয়া অতি জরুরি প্রয়োজন পড়েছে দেশটিতে।

দ্য সিডনি মর্নিং হেরাল্ড
দ্য সিডনি মর্নিং হেরাল্ড

এ ছাড়া তাসমানিয়া রাজ্যের রাজধানী হোবার্টে নবনির্মিত সিসিরো জলবায়ু বিজ্ঞান কেন্দ্রেও বিজ্ঞানী ও গবেষকদের স্বল্পতা রয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। জলবায়ু নিয়ে গবেষণা করার জন্য যে অবকাঠামোর প্রয়োজন তার জন্য পর্যাপ্ত সরকারি সহযোগিতা ও তহবিলের অভাবেই দেশটির জলবায়ু গবেষণা ক্ষেত্রের এমন বিজ্ঞানী সংকট দেখা দিয়েছে বলে দাবি অস্ট্রেলিয়ান বিজ্ঞান একাডেমির।

তথ্যসূত্র: দ্য সিডনি মর্নিং হেরাল্ড