নির্বাচন সংঘাতমুক্ত করতে ১০ দফা প্রস্তাব প্রজন্ম ’৭০ বাংলাদেশের
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সংঘাতমুক্ত করতে ১০ দফা প্রস্তাব দিয়েছে প্রজন্ম ’৭০ বাংলাদেশ নামের একটি সংগঠন। গত শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরে সংগঠনটি। প্রজন্ম ’৭০ বাংলাদেশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে রাষ্ট্রপতির নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়। সব রাজনৈতিক দল থেকে এক বা একাধিক প্রতিনিধি নিয়ে এই জাতীয় কাউন্সিল গঠনের প্রস্তাব করে সংগঠনটি। কাউন্সিলের সদস্যদের পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়ারও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ১০ দফা প্রস্তাব তুলে ধরেন সংগঠনের সভাপতি আশরাফুল করিম ভূঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসরীন খান।
সংগঠনের ১০ দফা প্রস্তাবের সপক্ষে আগামী পবিত্র ঈদুল আজহার পর জেলা ও মহানগর পর্যায়ে মানববন্ধন করার ঘোষণা দেওয়া হয়।