ডিমেনশিয়া রোগ মোকাবিলায় জাতীয় নীতিমালা দরকার

ডিমেনশিয়া সচেতনতা নিয়ে আয়োজিত আলোচনা সভা
ছবি: সংগৃহীত

‘ডিমেনশিয়া’ কোনো মানসিক রোগ নয়। এটি মস্তিষ্কের একটি রোগ। কিন্তু যথেষ্ট জানাশোনার অভাবে এই রোগ সম্পর্কে মানুষের মাঝে নানা কুসংস্কার, ভ্রান্ত ধারণা রয়েছে। এগুলো দূর করতে উদ্যোগ দরকার। পাশাপাশি ডিমেনশিয়া মোকাবিলায় দেশে দ্রুত জাতীয় নীতিমালা প্রয়োজন। ডিমেনশিয়া সচেতনতা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। পরে র‍্যালি বের করা হয়।

২৪ ডিসেম্বর রাজধানীর উত্তরায় এই আলোচনা সভা ও শোভাযাত্রা হয়। যৌথ আয়োজক উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি ও আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ।

আলোচনা সভায় বক্তব্য দেন ডিমেনশিয়া বিশেষজ্ঞ রাইসুল ইসলাম খান, চিকিৎসক মো. বদরুল ইসলাম, ফারহানা আহমেদ, ডিমেনশিয়া কেন্দ্রের মো. আবদুল মতিন, আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল মো. আজিজুল হক প্রমুখ।

ডিমেনশিয়া সচেতনতা নিয়ে আয়োজিত শোভাযাত্রা
ছবি: সংগৃহীত

আলোচনায় বক্তারা বলেন, দেশের জনগোষ্ঠীর একটা অংশ ‘ডিমেনশিয়া’রোগে আক্রান্ত। এই রোগ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই রোগ সম্পর্কে সাধারণ মানুষের জানাশোনা অত্যন্ত সীমিত। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের লক্ষণ ও সঠিক পরিচর্যা সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান কম। এ কারণে আক্রান্ত ব্যক্তি সামাজিক কুসংস্কার, অযত্ন, অবহেলার শিকার হন।

বক্তারা বলেন, দেশে ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। যা সামাজিক ও অর্থনৈতিক জীবনে ব্যাপক প্রভাব ফেলছে। এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত, সামাজিক ও অর্থনৈতিক সংকট হিসেবে দেখা দিতে পারে। তাই ডিমেনশিয়া মোকাবিলায় দেশে দ্রুত জাতীয় নীতিমালা ও কেয়ার সিস্টেম উন্নয়ন জরুরি।

আয়োজনে সভাপতিত্ব করেন মেজর (অব.) আনিছুর রহমান। তিনি উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি। তিনি বলেন, ডিমেনশিয়া রোগ নিয়ে আর অবহেলা ও কালক্ষেপণ করা যাবে না। ডিমেনশিয়া মোকাবিলায় সবাইকে একত্রে কাজ করতে হবে। রোগীদের পাশে দাঁড়াতে হবে।