টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান ’৯৯-২০০০ ব্যাচের ইফতার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ১৯৯৯-২০০০ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাচের অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।

তাঁদের মধ্যে এ ব্যাচের সাবেক ছাত্র ও বর্তমান বিভাগের সিনিয়র শিক্ষক আল মামুন, বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক আবু আসলাম, গ্রামীণফোন কর্মকর্তা সজীব, আদনান, ঊর্মি, ময়নামতি ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর রেজা, সাইক ওভারসিজের পরিচালক ও সিনিয়র সাংবাদিক নূরনবী সিদ্দিক, বাংলালিংকের সিনিয়র কর্মকর্তা মিরাজুল ইসলাম, কলেজশিক্ষক ও আইনজীবী সোবহান খন্দকার, ফেরদৌসী, এনামুল গনী; ব্যাংক কর্মকর্তা শেফিকুল ইসলাম, মেহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয় সেকশন অফিসার জামাল ইসলাম, মানারাত বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিসার জাফর ইকবাল পারভেজ, রাজনীতিবিদ রেজা, হারুন অর রশিদ, সুমী, মমতাজ হোসেন, বেলাল, মেটলাইফ কর্মকর্তা রুমানা ইসলাম ও বিকাশের কর্মকর্তা মুকিত অংশ নেন। দেশের বাইরে ও ঢাকার বাইরে থাকা বেশ কয়েকজন সতীর্থও অনলাইনে যুক্ত ছিলেন এ আয়োজনে।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি বন্ধুদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি