বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির ইফতার মাহফিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্নাতকদের নিয়ে রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত শুক্রবার অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেঞ্জ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা মো. জাকির হোসেন খান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোজাম্মেল হক, ইউএনডিপি-বাংলাদেশের জিআইএস ও রিমোট সেন্সিংয়ের প্রজেক্ট লিড এহসানুল হক, নেদারল্যান্ডস অ্যাম্বাসির পরিবেশবিষয়ক সিনিয়র অ্যাডভাইজর শিবলী সাদিক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্থ ক্লাবের কার্যনির্বাহী সদস্য রাকিব হাসান, এনভায়রনমেন্টাল রিসার্সারস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য মাকাম মাহমুদ প্রমুখ।

এ ছাড়া ইফতার মাহফিলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক পরিবেশ স্নাতক উপস্থিতি ছিলেন।

একই দিন রাজধানীর বাইরে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল হয়।