বগুড়ায় ব্র্যাক একাডেমির উদ্বোধন

বগুড়ায় ব্র্যাক একাডেমির দ্বিতীয় শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ছবি: ব্র্যাকের সৌজন্যে

শিশুদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে বগুড়ায় ব্র্যাক একাডেমির দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। এর আগে ২০১৯ সালে কুমিল্লায় ব্র্যাক একাডেমির প্রথম শাখাটি চালু হয়। ব্র্যাকের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্র্যাক একাডেমি মূলত জেলা শহরগুলোয় শিশুদের সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন শিক্ষার লক্ষ্যে কাজ করছে। আধুনিক শিখনপদ্ধতি, সমৃদ্ধ বিষয়বস্তু ও দক্ষতা প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার প্রতি কৌতূহল সৃষ্টি, মূল্যবোধ, আচার-আচরণ, সম্মান ও দায়িত্ববোধ জাগিয়ে তুলে সফল মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করছে।

গত সোমবার বগুড়া সদরের বকশি বাজার মোড়ে ব্র্যাক একাডেমির যাত্রা শুরু হয়। আজ বুধবার ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণির ১০২ শিক্ষার্থীকে সাফল্য ও সমৃদ্ধি কামনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে ব্র্যাকের এডুকেশন, স্কিলস ডেভেলপমেন্ট ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ-আল-মারুফ, বিশেষ অতিথি বগুড়া পৌরসভার মেয়র মো. রেজাউল করিম বাদশা ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাভেদ আখতার।

মোহাম্মদ-আল-মারুফ ব্র্যাক একাডেমির উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির বিষয়ে তাঁর আগ্রহের কথা জানান। তিনি আধুনিক শিক্ষাপদ্ধতি ও খেলাধুলার মাধ্যমে শিক্ষাদানের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরে বলেন, তাঁর শৈশবে এ ধরনের কোনো সুযোগ ছিল না। তিনি মানসম্পন্ন শিক্ষার বিষয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির প্রতিও গুরুত্বারোপ করেন।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘অনেক গবেষণা ও বিশ্বের শ্রেষ্ঠ কারিকুলাম নির্মাতাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা একবিংশ শতাব্দীর উপযোগী একটি শিক্ষাব্যবস্থা তৈরি করতে চেয়েছি।’

আগ্রহীরা ভর্তি ও অনুসন্ধানের জন্য ব্র্যাক একাডেমির সঙ্গে +৮৮০১৩৩২৭৪৩৩৭৪ বা
+৮৮০১৭১৬৩৮৬২৮৬ নম্বরে যোগাযোগ করতে পারেন।