পাঠ প্রতিক্রিয়া লিখে জিতুন পুরস্কার
ময়মনসিংহের ত্রিশালের একদল তরুণের প্রচেষ্টায় গড়ে ওঠে ‘স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার’। তাঁরা নিয়মিত বইপড়ার অভ্যাস গড়ে তোলার জন্য করেন নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় শুরু হচ্ছে ‘পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতা’। এবারের বই স্বপ্ন ৭১ প্রকাশন থেকে প্রকাশিত মো. আলমাসুর রহমানের লেখা ‘আত্মউন্নয়নের চিন্তাধারা’। বইটিতে লেখক বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার, উন্মুক্ত আকাশসংস্কৃতি, পরনিন্দা-পরচর্চা, অসুস্থ প্রতিযোগিতা—এমন নানা সামাজিক সমস্যা সহজ–সরল ভাষায় ছোট ছোট ৬০টি পর্বে উপস্থাপন করেছেন। বইটি পড়ে তরুণ প্রজন্মের পাঠকদের ইতিবাচক ভাবনা ভাবতে, জীবনবোধ জাগ্রত করতে অনুপ্রাণিত করবে।
অষ্টম, নবম, দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে ‘পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতা’য়।
নিয়মাবলি
১. নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি ২০ টাকা।
২. পাঠ প্রতিক্রিয়া এ–ফোর সাইজ কাগজে লিখে জমা দিতে হবে (সর্বোচ্চ ৩ পাতা, পাতার উভয় পৃষ্ঠা ব্যবহার করা যাবে)
৩.পরবর্তী নৈর্ব্যক্তিক ও সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষার মধ্য দিয়ে বিজয়ী নির্ধারণ করা হবে।
মুঠোফোন/ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার সময় ও ফলাফল।
পুরস্কার হিসেবে থাকছে
প্রথম পুরস্কার: ৩০০০ টাকার বই।
দ্বিতীয় পুরস্কার: ২০০০ টাকার বই।
তৃতীয় পুরস্কার: ১০০০ টাকার বই।
এ ছাড়া প্রথম ১০ জনকে বই ও সার্টিফিকেট দেওয়া হবে।
যোগাযোগ
স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার, কলেজ স্ট্রিট, পোড়াবাড়ী নতুন বাজার, ত্রিশাল, ময়মনসিংহ। মুঠোফোন: ০১৭৬১৩৫৪৭৬৩, ০১৯৬১২৯১২৩৩
পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা হিসেবে থাকছে স্বপ্ন ৭১ প্রকাশন ও লাইটশোর ফাউন্ডেশন।