কোভিড-১৯ বিষয়ে ঢাকা আহছানিয়া মিশনের আলোচনা অনুষ্ঠান

ঢাকা আহছানিয়া মিশন শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে
ছবি: সংগৃহীত

কোভিড-১৯-এর প্রাদুর্ভাব মোকাবিলায় গতকাল শনিবার এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে ঢাকা আহছানিয়া মিশন। গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সভা হয়। এইচআইভি ও করোনায় অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্লাস্টের সমন্বয়ক মো. মশিউর রহমান। আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের টেকনিক্যাল স্পেশালিস্ট (অ্যাডভোকেসি ও ট্রেনিং) মো. আইয়ুব খান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মোসা. ম্যাকসিম পারভিন, ঢাকা মেডিকেল কলেজের সিনিয়র মেডিকেল কর্মকর্তা ডা. শামিমা পারভিন এবং শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা। আলোচনা সভায় বক্তারা করোনা প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।