আলাওলপুরে বিনা মূল্যে ২৫০ খুদে শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়

রক্তের গ্রুপ পরীক্ষা করা হচ্ছে
ছবি: সংগৃহীত

‘আধুনিক আলাওলপুর আমরাই গড়ব’ স্লোগানকে সামনে রেখে বিনা মূল্যে ২২৯ খুদে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২ আগষ্ট) সকালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের ৩৮ নম্বর উত্তর কোদালপুর স. প্রা. বিদ্যালয়ে আলাওলপুর স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এ কর্মসূচির আয়োজন করে।

বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এ উদ্যোগে সহায়তা করেন মোল্ল্যারহাট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল। পৃষ্ঠপোষকতা করেন সৌদি আরবপ্রবাসী মো. নুরুজ্জামান।

আলাওলপুর স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি ডা. মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফি বিন কবির। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত দুই বিদ্যালয়ের প্রায় ২২৯ শিক্ষার্থী রক্ত পরীক্ষা করে গ্রুপ জেনে নিয়েছে।

শরীয়তপুরের গোসাইরহাটে উত্তর কোদালপুর স. প্রা. বিদ্যালয়ে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়
ছবি: সংগৃহীত

রক্তের গ্রুপ জানতে আসা স্কুলশিক্ষার্থী বলে, ‘সহপাঠীদের সঙ্গে এসে রক্তের গ্রুপ পরীক্ষা করালাম। প্রথমে ভয় পেয়েছিলাম। বড় হয়ে মানুষকে রক্ত দেব।’

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলে, ‘“আলাওলপুর স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন” খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। এতে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। এখন মানুষের প্রয়োজনের পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারব।’

সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘রক্ত যেহেতু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই রক্তের গ্রুপ জেনে রাখাটা খুবই জরুরি। ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা ধীরে ধীরে এ রকম কার্যক্রম পরিচালনা করব ইনশা আল্লাহ।’

গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির বলেন, পড়াশোনার পাশাপাশি সমাজ উন্নয়ন ও মানবসেবার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকশিত হয়। তাদের মধ্যে মানবপ্রেম জাগ্রত হয়। আলাওলপুর স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এ কর্মসূচি স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের উৎসাহিত করবে।

এ সময় বক্তব্য দেন গোসাইরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান খান, গোসাইরহাট উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর এস এম ছিদ্দিকুর রহমান, আলাওলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উসমান গণি বেপারী, আলাওপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু সরদার, গরীবের চর মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক এস এম সিরাজ, ৩৮ নম্বর উত্তর কোদালপুর স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী রাসেল আহমেদ, সার্বিক সহযোগিতা করেন গাজী আহসান কবির জনি, গাজী কাকন, আল-আমিন সরকার।