হবিগঞ্জ পাঠচক্রের বইয়ের আড্ডা

হবিগঞ্জ পাঠচক্র আড্ডায় অতিথিদের সঙ্গে উদ্যোগক্তরা
ছবি : সংগৃহীত

‘বইয়ের পাতায় তারুণ্যে যাত্রা’—এ স্লোগানে হবিগঞ্জ পাঠচক্র বিভিন্ন বই নিয়ে কাজ করে চলছে। গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ সুরবিতান ললিতকলা একাডেমিতে আয়োজন করা হয় হবিগঞ্জ পাঠচক্র আড্ডা।

অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দীন আহমেদ ইকবাল, হবিগঞ্জ পাঠচক্রের উপদেষ্টা প্রদীপ কুমার রায়, শব্দকথা প্রকাশনের প্রকাশক মনসুর আহমেদ ও কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পাঠচক্রের প্রতিষ্ঠাতা নাহিদা খান সুর্মি। তিনি বলেন, শারীরিক সুস্থতার জন্য যেমন ব্যায়াম প্রয়োজন ঠিক তেমনি বই হচ্ছে মনের ব্যায়াম।

অতিথিদের বক্তব্য শেষে নভেম্বর মাসের বুক রিভিউ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।