সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তারে হাবিপ্রবি সাংবাদিক সমিতির নিন্দা

শুনানি শেষে আদালত থেকে বের হন রোজিনা ইসলাম
সাজিদ হোসেন

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)। গত মঙ্গলবার হাবিপ্রবিসাসের সভাপতি মো. মিরাজুল আল মিশকাত ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান এবং অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।

রোজিনা ইসলাম
ছবি: কোলাজ

পেশাগত দায়িত্ব পালনের কারণে সংবাদকর্মীর ওপর হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকনেতারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাগামহীন দুর্নীতি, নিয়োগে অনিয়ম, কোভিডকালে কেনাকাটায় দুর্নীতিসহ সার্বিক অবস্থাপনা নিয়ে রোজিনা ইসলাম যে সংবাদগুলো প্রকাশ করেছেন, এ কারণেই তিনি এই নির্যাতনের শিকার হয়েছেন। সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনা দুর্নীতিবাজ কর্মকর্তাদের দুর্নীতি করার ক্ষেত্রে আরও বেপরোয়া ও ভয়ডরহীন করে তুলবে বলবে আমরা মনে করি। রোজিনা ইসলামের ওপর হামলা শুধু ব্যক্তি রোজিনার ওপরই নয়, বরং এটি স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতার ওপর হামলা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কক্ষ থেকে গুরুত্বপূর্ণ সরকারি নথি সরানো ও মোবাইলে নথির ছবি তোলার অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটক রাখা হয়। সন্ধ্যার দিকে রোজিনা অসুস্থ হয়ে পড়লে সচিবালয়ে কর্মরত সাংবাদিকেরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার দাবি তোলেন। তবে কর্মকর্তারা তাতে সাড়া দেননি। পরে রাত সাড়ে আটটার দিকে তাঁকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।