লালমনিরহাটে শীতার্তদের পাশে ইউএসএএ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার বিশ্ববিদ্যালয়পড়ুয়াদের সংগঠন ইউএসএএ শীতবস্ত্র বিতরণ করেছে
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব আদিতমারী (ইউএসএএ) গতকাল শনিবার শীতবস্ত্র বিতরণ করেছে। এর মাধ্যমে যাত্রা শুরু করল ইউএসএএ।

আদিতমারী উপজেলার আটটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। গতকাল আদিতমারীর হাজীগঞ্জ মাদ্রাসা মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর উদ্দিন দোলন এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ‘আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আপনাদের সংগঠনের সার্বিক সাফল্য কামনা করছি। সব সময় পাশে থাকার আশ্বাস দিচ্ছি।’

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনসুর উদ্দিন দোলন ইউএসএএ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন
ছবি: সংগৃহীত

উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম রব্বানীর সঞ্চালনায় আয়োজনে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল্লাহ আল মামুন, এ বি এম ফেরদৌস, গোলাম রব্বানী, গণেশ রায়, ফারুক হোসেনসহ সংগঠনের সব উপদেষ্টা উপস্থিত ছিলেন।

সংগঠনের বর্তমান সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনিরুজ্জাম মাসুদ এবং সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাকিল। মুঠোফোনে দুজনই বলেছেন, সব সময় এই সংগঠন শীতার্ত, বন্যাপীড়িত, গরিব ছাত্রছাত্রীদের পাশে থাকবে।