মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা অনুষ্ঠান গৌরবময়–৫০

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন ‘মুক্ত আসর’ বছরব্যাপী অনলাইনে নিয়মিত মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাত ১০টায় শুরু হয় এই আয়োজন। দেশ ও দেশের বাইরে অবস্থানরত মুক্তিযোদ্ধারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ইতিমধ্যে ১০টি পর্ব শেষ হয়েছে। আজ শনিবার ১১তম পর্ব অনুষ্ঠিত হবে।

অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রে থেকে ৬ নম্বর সেক্টরের ভজনপুর সাবসেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) মাসুদুর রহমান বীর প্রতীক, রাঙামাটি থেকে পাবর্ত্য চট্টগ্রামের রাঙামাটিতে প্রথম পতাকা উত্তোলনকারী লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান, ঢাকা থেকে ডা. এম এস এ মনসুর আহমেদ, এ জেড সাদেকুর রহমান খান, পদ্মা রহমান, কুড়িগ্রাম থেকে ফয়জার রহমান, রাজবাড়ীর গোয়ালন্দঘাট থেকে আমিনুল ইসলাম, চট্টগ্রাম থেকে বখতিয়ান উদ্দিন চৌধুরী, কুষ্টিয়া থেকে লুলু–ই–জান্নাত ও কানাডা থেকে পারভেজ এলাহী চৌধুরী।

অনুষ্ঠান সম্পর্কে মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ বলেন, মুক্ত আসর এক দশক থেকে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার, তথ্যসংগ্রহ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, মুক্তিযুদ্ধবিষয়ক পত্রিকা প্রকাশ, ইতিহাস–ঐতিহ্য নিয়ে আর্ন্তজাতিক সম্মেলন, মুক্তিযোদ্ধাদের নিয়ে স্কুলভিত্তিক আয়োজনসহ নানা রকমের কর্মকাণ্ড পরিচালনা করেছে। করোনাভাইরাসের কারণে অনলাইনে মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গৌরবময়–৫০ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণামূলক অনুষ্ঠান আয়োজনে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি, দেশের ৬৪টি জেলা ও দেশের বাইরে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের এই অনলাইনে যুক্ত করে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে। মুক্তিযোদ্ধাদের বীরত্বকথাগুলো তরুণ প্রজন্মকে জাতি গঠনের জন্য অনুপ্রেরণা, শক্তি ও সাহস জোগাবে।’

‘গৌরবময় -৫০ আয়োজনে সহযোগিতায় স্বপ্ন ’৭১ প্রকাশন, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ, লন্ডন ৭১ ও টুগেদার উই ক্যান। আয়োজনটি গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেন আবু সাঈদ। সঞ্চালনা করেন মুক্ত আসরের সাংস্কৃতিক সম্পাদক মনিরা পারভীন, যোগাযোগবিষয়ক সম্পাদক আয়শা জাহান নূপুর, মুক্তবন্ধু শারিমন আক্তার, চৈতি চক্রবর্তী ও ইমাম মেহেদী।

প্রতিদিন রাত ১০টায় মুক্ত আসর ও ইতিহাস অলিম্পিয়াড ফেসবুক পেজ (https://www.facebook.com/MuktoAsor) ও ইউটিউব (www.youtube.com/Swapno71) চ্যানেলে সরাসরি প্রচারিত হয়।