ভার্চ্যুয়াল আয়োজনে নিউজপেপার অলিম্পিয়াড সম্পন্ন

সংবাদপত্র পাঠের অভ্যাসকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে নিউজপেপার অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন করে তারুণ্যনির্ভর সংগঠন ‘নিউজপেপার অলিম্পিয়াড (এনএনও)’। ২০২০ সালে প্রথমবারের মতো আয়োজনের পর এবার দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়েছে অলিম্পিয়াড।

অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব শেষে ২৫ জুন জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফলাফল ৩০ জুন ঘোষণা করা হবে। ২০ হাজারের অধিক প্রতিযোগী এতে অংশ নেন। অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

২৫ জুন সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। মুমতাহিনা মৌমিতার উপস্থাপনায় অতিথি ছিলেন এনএনওর সিনিয়র উপদেষ্টা মাহফুজ ফারুক, দ্যা ডেইলি স্টারের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসার মো. তাজদিন হাসান, সাইবার টিনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদাত রহমান এবং আলেশা মার্টের এক্সিকিউটিভ ডিরেক্টর জান্নাতুন নাহার।

সাইবার টিনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদাত রহমান নিউজপেপার অলিম্পিয়াডের এ আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এই অনুষ্ঠান আরও বিস্তৃত পরিসরে আয়োজনের জন্য শুভকামনা জানান। আলেশা মার্টের এক্সিকিউটিভ ডিরেক্টর জান্নাতুন নাহার তাঁর বক্তব্যে ভবিষ্যতেও এনএনওর সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। দ্য ডেইলি স্টারের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসার মো. তাজদিন হাসান তাঁর বক্তব্যে যাঁরা লেখালেখি করতে আগ্রহী, তাঁরা কীভাবে তাঁদের লেখা প্রকাশ করতে পারেন, সে বিষয়ে দিকনির্দেশনা দেন এবং নিউজপেপার অলিম্পিয়াডের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সবশেষে এনএনওর সিনিয়র উপদেষ্টা মাহফুজ ফারুক এনএনওর সভাপতি লাব্বী আহসানকে এ উদ্যোগের জন্য সাধুবাদ জানান এবং প্রতিযোগীদের শুভকামনা জানান।

পরীক্ষার ফাঁকে ফাঁকে চলে অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ওয়ার্কশপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে কনটেন্ট নির্মাতা রাফায়েত রাকিব ও মাশরুর ইনান তাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং প্রতিযোগীদের সঙ্গে কিছুটা সময় কাটান। অতঃপর কাস্টএওয়ে অন দ্যা মুন গ্রুপ তাদের দলীয় গান পরিবেশন করে অনুষ্ঠানকে আরও বর্ণিল করে তোলে।

উল্লেখ্য, সংবাদপত্র পাঠের অভ্যাসকে ছড়িয়ে দিতে ২০১৮ সাল থেকে কাজ করছে তারুণ্যনির্ভর সংগঠন নিউজপেপার অলিম্পিয়াড। ‘পত্রিকা পড়ুন, জ্ঞান অর্জন করুন’ স্লোগান নিয়ে প্রতিবছর দেশব্যাপী অলিম্পিয়াডের আয়োজন করে থাকে। সারা দেশের আঞ্চলিক পর্যায়ের সেরা প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়।