পীরগাছায় শিকার করা পাখি ছেড়ে দিল রক্ষা কমিটি

রংপুরের পীরগাছায় পাখি শিকার বন্ধে গঠিত কমিটির সদস্যরা গত শুক্রবার উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ বটতলা নামক বাজার থেকে ১৫টি পাখি উদ্ধার করে ছেড়ে দেন। এ সময় পাখি শিকারী কৌশলে পালিয়ে যান।

রংপুরের পীরগাছায় পাখি শিকার বন্ধে গঠিত কমিটির সদস্যরা গত শুক্রবার উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ বটতলা নামক বাজার থেকে ১৫টি পাখি উদ্ধার করে ছেড়ে দেন। এ সময় পাখি শিকারি কৌশলে পালিয়ে যান।

শুক্রবার সকাল আটটার দিকে উপজেলা পাখি শিকার রক্ষা কমিটির সভাপতি রফিকুল হাসান ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ওই বাজারে যান। এ সময় পাখি শিকারি আরমান হোসেনের নিকট পাখি শিকারের কারণ জানতে চাইলে তিনি ১৫টি পাখি রেখে কৌশলে পালিয়ে যান। পরে পাখিগুলো উপজেলা পরিষদ চত্বরে ছেড়ে দেওয়া হয়।

রফিকুল হাসান আরও বলেন, ‘আমরা প্রতিদিন সকালে বিভিন্ন হাটবাজারে অভিযান চালাচ্ছি। কোনোভাবেই পাখি শিকারিদের ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।’