গ্রামবাংলার বিভিন্ন জায়গায় এখনো পানি সেচে মাছ ধরতে দেখা যায়। বিশেষ করে ভাটিবাংলায় মাছ ধরার এমন দৃশ্য ফাল্গুন–চৈত্র মাসে বেশি দেখা যায়। ছবিতে দেখা যাচ্ছে, পুকুরের মালিক মাছ ধরে নিয়ে যাওয়ার পর কিছু শিশু হাঁটু পরিমাণ কাঁদায় মাছ খুঁজছে। ছবিটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চত্রংপুর থেকে সম্প্রতি তোলাছবি: মো. মাহাবুবুর রহমান