নাগরিক ছবি

১ / ৯
প্রাণের অর্থ যেখানে খাদ্যনির্ভরতা। হোক মানুষ বা পশুপাখি। ছবিটি তারই সাক্ষ্য। জীবনসায়াহ্নে এসেও জীবিকার সন্ধানে ছুটছেন বৃদ্ধ, খাদ্যের সন্ধানেই এসেছে আরেক প্রজন্ম শিশুগুলো। বিপরীতে তিনটি কাক অপেক্ষমাণ। তারাও ওই খাদ্যের আশায়। ছবিটি সিরাজগঞ্জের সদর এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: আব্দুল্লাহ আল মারুফ
২ / ৯
শীতের সকালে গাছে গাছে যেন তারার মেলা। তখন নিজেকে ফুলকন্যা ভাবতেও দোষ নেই। ছবিটি সম্প্রতি ঝিনাইদহ জেলা থেকে তোলা
ছবি: ফাহিমা ইসলাম
৩ / ৯
ধান রোপণে ব্যস্ত নারী শ্রমিকেরা। ছবিটি নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়ন এলাকা থেকে আজ রোববার তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৪ / ৯
প্রকৃতির সৌন্দর্যবর্ধনে রঙিন প্রজাপতির জুড়ি নেই। মুখে চিবানোর কোনো অংশ নেই। তাই তরল খাদ্য গ্রহণ করে। পূর্ণবয়স্ক একটি প্রজাপতি সর্বোচ্চ ১-২ সপ্তাহ বাঁচে। অদ্ভুত তাদের জীবনচক্র। যার মধ্যে পা দিয়ে স্বাদ গ্রহণ, কাদা থেকে পানি পান, আত্মরক্ষার জন্য ছদ্মবেশের কৌশল অন্যতম। সব মিলিয়ে সৌন্দর্যের বাইরেও পতঙ্গটির জীবন দারুণ মনোমুগ্ধকর। ছবিটি সুন্দরবন এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: আজাহার ইসলাম
৫ / ৯
শীতের সঙ্গে মাছের একটি ‘বিরোধপূর্ণ’ সম্পর্ক আছে! শীতকালে পুকুরের পানি কমে গেলে মাছ শিকারে বেশ সুবিধা হয়। তাই জাকিজাল (উড়ালজাল) নিয়ে তাই ব্যস্ত হয়ে ওঠেন শিকারিও...! ছবিটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর এলাকা থেকে গত শনিবার তোলা
ছবি: দেলোয়ার হোসাইন
৬ / ৯
চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলন ভালো হয়েছে। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ার প্রত্যাশাও কৃষকের। আর এদিকে আলু তুলে বোরো ধানের চাষ করবেন কৃষক এ জন্য দ্রুত সময়ের মধ্যে আলু তুলে ব্যস্ত সময় পার করছেন কৃষক। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাড়াকান্দি থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আব্দুল্লাহ আল মারুফ
৭ / ৯
শীতের কুয়াশাচ্ছন্ন সকালে যেন সবকিছু সাদাকালো লাগে। ছবিটি সম্প্রতি ঝিনাইদহ জেলা থেকে তোলা হয়েছে
ছবি: ফাহিমা ইসলাম
৮ / ৯
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা–তীরবর্তী আলতাপ মাস্টারের মাছের আড়ত (মাস্টারঘাট) এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁ। মনোরম পরিবেশ হওয়ায় ছুটির দিনে এখানে দূরদূরান্ত থেকে পরিবার নিয়ে ঘুরতে আসেন অনেকেই৷ ঘুরতে এসে পর্যটকেরা ব্যবহৃত প্লাস্টিকের চায়ের কাপ, চিপসের প্যাকেট, পলিথিন বর্জ্য ফেলতে দেখা যায় নদীর তীরে। এ ছাড়া নদীকেন্দ্রিক রেস্তোরাঁর পলিথিন বর্জ্যগুলো নদীর তীরেই ফেলে রাখতে দেখা যায়। এগুলো পরে জোয়ারের পানিতে মিশে যায় নদীতে। এতে নদীদূষণসহ জলজ প্রাণীর জন্য ব্যাপক হুমকির কারণ হয়
ছবি: আজহারুল ইসলাম রাকিব
৯ / ৯
খেয়াঘাট। খেয়া পারাপারে এখন আর আগের মতো দাঁড় বাওয়া বা পালতোলা নৌকা তেমন একটা চোখে পড়ে না। সময় বাঁচাতে এবং কষ্ট লাঘব করতে খেয়াঘাটের মাঝিরা এখন ইঞ্জিনচালিত ট্রলারেই বেশি উৎসাহী। ছবিটি সম্প্রতি গাজীপুরের কাপাসিয়া বাজারের বিপরীতে তরগাঁও খেয়াঘাট থেকে তোলা
ছবি: তুফান মাজহার খান