তুমি কে?

ফাইল ছবি

অমিতের লাবণ্য?
দেবদাসের পার্বতী?
অপুর দুর্গা?
না জীবনানন্দের বনলতা?
কখনো তুমি রহস্যে ঘেরা
যেন ভিঞ্চির মোনালিসা।
কখনো মনে হয়
তুমি এক প্রহেলিকা।
কখনো ভাবি
তুমি সেই মরীচিকা,
তোমার পেছনে আমার
অবিরাম ছুটে চলা।
কখনো মনে হয়
তুমি নও মানবী
যেন এক দেবী!
আফ্রোদিতি বা ভেনাস
কিংবা রামের সীতা।
তোমাকে যায় না
কোনো ফ্রেমে বাঁধা।
তুমি কে? কে তুমি?