ক্যাম সোসাইটি অব বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: লেখক

সিএসবি (ক্যাম সোসাইটি অব বাংলাদেশ) মূলত কেমিস্ট্রি ও কেমিক্যাল সায়েন্সের ছাত্রদের পরিচালিত একটি সংগঠন। এর সঙ্গে সরাসরি রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ১১ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কিছু কলেজ সরাসরিভাবে যুক্ত। সিএসবি দেশের রসায়নসংশ্লিষ্ট সবার মেলবন্ধনের একটি প্ল্যাটফর্ম হলেও দেশ–বিদেশে উচ্চশিক্ষা এবং দক্ষ রসায়নবিদ তৈরিতেও কাজ করে।

গত বছরের ১৬ জুলাই স্বপ্নবাজ রসায়নপ্রেমিক তরুণদের প্রয়াসে এ সংগঠনের যাত্রা শুরু হয়।

প্রথম বর্ষপূর্তিতে সংগঠনটি তিন দিনব্যাপী (১৫, ১৬ ও ১৭ জুলাই) ভার্চ্যুয়াল বিশেষ আয়োজন করেছে। গতকাল শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ভার্চ্যুয়াল সেমিনারে প্রতিষ্ঠাকালীন সদস্য এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকেরা উপস্থিত ছিলেন। তাঁদের মূল্যবান বক্তব্য এবং রসায়নকেন্দ্রিক দিকনির্দেশনা উপস্থিত শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন মাহবুব রহমান, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়; আরিফুজ্জামান খান, অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়; সুমন চন্দ্র মহান্তা, চেয়ারম্যান এবং সহকারী অধ্যাপক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; খাইরুল আমিন, সহকারী অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়; লতিফ মোহাম্মাদ, সহকারী অধ্যাপক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, মো. আতিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; নাসির উদ্দীন, পিএইচডি গবেষক, তোহুকু বিশ্ববিদ্যালয়, জাপান; তুহিন রহমান, প্রভাষক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রুহুল আমিন, সায়েন্টিফিক অফিসার, রূপপুর পারমাণবিক কেন্দ্র।

সিএসবি ছয়টি সেগমেন্ট নিয়ে রসায়নকে সারা দেশে জনপ্রিয়করণে কাজ করে চলেছে। এর মাধ্যমে তারা কলেজ ও স্কুল পর্যায়ে রসায়নকে ছড়িয়ে দিতে কাজ করে। জিপিএ–নির্ভরতা থেকে বেরিয়ে এসে আনন্দ ও সৃজনশীলতাকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতে শুধু সিজিপিএ–নির্ভরতাই নয়, বরং জ্ঞানে–ধ্যানে রসায়নবিদ তৈরির প্রয়াসই সিএসবির মূলমন্ত্র।

লেখক: শাদমান খান, শিক্ষার্থী, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।