জামালপুর সদর উপজেলার মধ্য জালালের পাড়া এলাকার আড়াই কিলোমিটার রাস্তা সংস্কারের প্রয়োজন
জামালপুর সদর উপজেলার ১ নম্বর কেন্দুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মধ্য জালালের পাড়া এলাকার প্রায় আড়াই কিলোমিটার রাস্তাটি বেহাল।
জালালের পাড়া চার রাস্তা মোড় থেকে গোপালপুর শামসুল উকিলের বাড়ি পর্যন্ত ২ দশমিক ৪০ কিলোমিটারের। বর্ষার সময় রাস্তাটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে। মাঝেমধ্যে খোঁড়াখুঁড়ি করা হলেও কাজ তেমন হয় না। রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন।
তিনটি গ্রাম মিলে চার হাজারের মতো লোকের বাস এ এলাকায়। এটি চলাচলের একমাত্র রাস্তা।
চরাঞ্চলের এ কাঁচা রাস্তা দিয়ে জামালপুর শহর ও কেন্দুয়া কালীবাড়ী বাজার যেতে হয়। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, হালকা বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার ও জরুরি প্রয়োজনে হাসপাতালে যেতে কঠিন বেগ পেতে হয় এলাকার মানুষকে।
এখানকার বেশির ভাগ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। রাস্তার জন্য পরিবহনের অভাবে তাঁদের উৎপাদিত ফসলের ভালো দাম পান না। রাস্তাটির বিভিন্ন স্থানে এমনই গর্তের সৃষ্টি হয়েছে যে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই অনেক সময় দুষ্কর। জরুরি অবস্থায় রোগী অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। রাস্তাটির আশু সংস্কারের ব্যবস্থা করা না হলে এ এলাকার জনগণের দুর্ভোগের সীমা থাকবে না। উল্লিখিত রাস্তাটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
লেখক: মো. বিপুল হুসাইন (এলাকাবাসীর পক্ষে), ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, জালালের পাড়া, সৈয়দপুর, জামালপুর সদর, জামালপুর