ঝিনাইদহের কালীগঙ্গায় সেতু চাই

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ১ নম্বর ত্রিবেণী ইউনিয়ন, ২ নম্বর মির্জাপুর ইউনিয়ন ও ৩ নম্বর দিগনগর ইউনিয়নকে আলাদা করছে ছোট নদী কালীগঙ্গা। এই তিন ইউনিয়নে যাতায়াতের জন্য সেতু নেই। এতে বিপাকে আছে সাধারণ মানুষ।
উপজেলার গুরুত্বপূর্ণ ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে শেখপাড়া বাজারে মির্জাপুর ও দিগনগর ইউনিয়নের মানুষের প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। এ ছাড়া উভয় পারে তিন ইউনিয়নের মানুষের চাষাবাদে ফসল আনা–নেওয়া করতে হয়। ফলে পণ্য সরবরাহ ও বাজারকরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতসহ নিত্যপ্রয়োজনীয় সব কাজে ভোগান্তির শেষ নেই। ঘুরতে হয় পাঁচ থেকে ছয় কিলোমিটারের বেশি পথ।

ভোগান্তি কিছুটা এড়াতে উপজেলার তিন ইউনিয়নের কেন্দ্রস্থল শ্রীরামপুর, রতনপুর ও রাজনগর খেয়াপারে সবার উদ্যোগে নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয় কাঠের সেতু। বারবার নির্মাণে ও সংস্কারের পরও মাঝে ভেঙে যায় সেতুটি। ফলে এলাকাবাসী দীর্ঘদিন ধরে সেতুটি নির্মাণের দাবি জানিয়ে এলেও তা পূরণ হয়নি। তাদের ভোগান্তিও শেষ হয়নি। এ স্থানে যদি স্থায়ীভাবে একটি সেতু নির্মাণ করা হয়, তাহলে উপজেলার তিন ইউনিয়নের মানুষের ভোগান্তি দূর হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়