ইসলামী বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির উদ্যোগে কর্মশালা ও ইয়ুথ রিসার্চ লিডারশিপ প্রশিক্ষণ

ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নবীনবরণ ও গবেষণা কর্মশালা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর (গ্যালারি) রুমে প্রায় দুই শতাধিক নবীন সদস্য অংশ নেন। সঞ্চালনায় ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সদস্য নাদিয়া নদী ও আসাদ সাদিক।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর সমবেত জাতীয় সংগীত গাওয়া হয়, সেই সঙ্গে ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ–উপাচার্য এম এয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইআইইআর পরিচালক অধ্যাপক মো. ইকবাল হোছাইম, ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের মডারেটর ও ইইই বিভাগের অধ্যাপক মো. খালিদ হোসেন জুয়েল ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক কামরুল হাসান।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাদেক ও আইআইডির রিসার্চ অ্যাসোসিয়েট মুহাম্মদ তানভীরুল ইসলাম। অনুষ্ঠানের প্রথমাংশে নবীন সদস্যদের বরণ ও দ্বিতীয়াংশে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালায় মুখ্য আলোচক বিভিন্ন রিসার্চের সংজ্ঞা, লেখনীর প্রভাব, ভবিষ্যৎ ও এ খাতে কতটুকু অবারিত সুযোগ, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে ছাত্রজীবন থেকে রিসার্চের ভীতি কাটিয়ে চালিয়ে যাওয়ার মাধ্যমে গবেষক হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন প্রধান আলোচক।

প্রধান অতিথির বক্তব্যে সহ–উপাচার্য এম এয়াকুব আলী বলেন, গবেষণা মানুষের চিন্তার দুয়ার উন্মুক্ত করে দেয়। তাই প্রত্যেক শিক্ষার্থীকে গবেষণার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। এ ছাড়া কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘গবেষণাবিষয়ক একটি সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয়ে থাকায় আমরা খুবই আনন্দিত। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে যথাযথ ব্যবস্থা ও ফান্ডিংয়ের ব্যবস্থা করছি।’

নবীনবরণ ও কর্মশালার বিষয়ে সংগঠনটির বর্তমান সভাপতি সানোয়ার হোসেন বলেন, ‘গবেষণার আলোয় আলোকিত সমাজ বিনির্মাণে আমাদের যাত্রা অব্যাহত রয়েছে। নবীনদের উৎসাহিত করা, গবেষণার প্রতি আগ্রহী করে তোলা এবং তাঁদের দক্ষতা বিকাশের জন্য আমরা নিয়মিত গবেষণাকেন্দ্রিক কর্মশালা, সভা ও সেমিনারের আয়োজন করছি। আজ এই আয়োজনও সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।’

একুশ শতকের রিসার্চ লিডারশিপ বিষয়ে বক্তৃতায় বাংলাদেশ গবেষণা সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা এস এম সাদেক বলেন, ‘২০১৬ সাল থেকেই আমরা দেশে “গবেষণা আন্দোলন” শুরু করেছিলাম। সেই আন্দোলনের মূল লক্ষ্য ছিল দেশের তরুণদের মধ্যে নৈতিক ভিত্তি শক্তিশালী করা। সেই সঙ্গে সৃজনশীল, উদার ও সহিষ্ণু তারুণ্যের কমিউনিটি তৈরি করা। যাঁরা দেশের গুণগত মানোন্নয়নে নেতৃত্বের আসনে আসবেন। যাঁদের হাত ধরে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে।’ পরবর্তী সময়ে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে স্ন্যাকস ও অংশগ্রহণ সনদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

২০২১ সালের ৪ ডিসেম্বর ‘রিসার্চ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ স্লোগান ধারণ করে যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। বিশেষত স্নাতক শিক্ষার্থীদের মধ্যে গবেষণাকে জনপ্রিয়, আকর্ষণীয় ও সহজ করা; সেই সঙ্গে তাঁদের গবেষণায় উদ্বুদ্ধকরণ, তাঁদের নিয়ে শিক্ষা-গবেষণা ও সৃজনশীলমূলক বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্ল্যাটফর্ম, যেটি মূলত শিক্ষার্থীদের গবেষণাকাজে উদ্বুদ্ধ করতে ও গবেষণামুখী উদ্যোগে সহযোগিতা করে চলেছে।