ফ্রিল্যান্সারদের প্রিমিয়ার ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ফেসবুকভিত্তিক দেশের ফ্রিল্যান্সারদের গ্রুপ প্রিমিয়ার প্রফেশনালস ক্লাবের উদ্যোগে গতকাল রোববার আয়োজিত হয়েছে ‘মনস্টারক্ল প্রিমিয়ার ফুটসাল টুর্নামেন্ট ২০২৪’ পাওয়ার্ড বাই ‘অ্যাকাউন্টেক্স বিপিও’। এর আগে ২০২১ সালে এই টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হয় বসুন্ধরা আবাসিক এলাকায় টুর্নামেন্টের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয় ২০২২ সালে শেফস টেবিল কোর্টসাইডে।
এ টুর্নামেন্টে বরিশাল লায়ন্স, ময়মনসিংহ টাইটানস, সিলেট টপার্স, রাজশাহী রেবেলস, রংপুর রেঞ্জারস, ঢাকা অ্যাভেঞ্জারস, চট্টগ্রাম ইউনাইটেড ও খুলনা জায়ান্টস নামে আটটি দলে অংশগ্রহণ করেন ফ্রিল্যান্সাররা।
দিনব্যাপী এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল লায়ন্স আর রানার্সআপ হয়েছে রংপুর রেঞ্জারস। ফাইনালের ম্যাচসেরার পুরস্কার পান বরিশাল লায়ন্সের আবিদ। এ ছাড়া আবিদ একই সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও জেতেন। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন বরিশাল দলের গোলরক্ষক কামাল উদ্দিন।
খেলা শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রিমিয়ার প্রফেশনালস ক্লাবের সব অ্যাডমিন, টুর্নামেন্ট অর্গানাইজিং কমিটির সব সদস্য ও স্পনসরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ টিমের সব সদস্যকে ট্রফি প্রদান করা হয়।
এ আয়োজনে টাইটেল স্পনসর হিসেবে ছিল মনস্টারক্ল, পাওয়ার্ড বাই অ্যাকাউন্টেক্স বিপিও, গোল্ড স্পনসর হিসেবে ছিল এপডেভস, সিলভার স্পনসর হিসেবে ছিল রিয়েকথিমস, নার্ডডেভস, আরএসথিম এবং এনআইটি একাডেমি।
প্রিমিয়ার প্রফেশনালস ক্লাব দেশের প্রথম সারির ফ্রিল্যান্সারদের একটা কমিউনিটি, যেখানে বিশ্বের সর্ববৃহৎ ফ্রিল্যান্স মার্কেটপ্লেস আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সাররাই শুধু যোগ দিতে পারেন। বর্তমানে ১ হাজার ৩০০ জনেরও বেশি টপ রেটেড ফ্রিল্যান্সার রয়েছেন এই কমিউনিটিতে। ফ্রিল্যান্সারদের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন মিটআপ, ডে ট্যুর, লং ট্যুর ও খেলাধুলার আয়োজন করা হয়।