মাগুরার শালিখায় বিশ্ব জলাভূমি দিবস পালিত

শালিখায় বিশ্ব জলাভূমি দিবসের অনুষ্ঠানে (বাঁ থেকে) স্বরন কুমার চৌহান, মোহাম্মদ সাইফুদ্দিন সুমন, মো. আলমগীর হোসেন, হরেকৃষ্ণ অধিকারী, জেসমিন আক্তার ও মো. আবুল হোসেন মন্ডল।ছবি: সংগৃহীত

মাগুরার শালিখা উপজেলায় আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রীর অংশগ্রহণে ‘মানুষের উপকারে জলাভূমি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাভূমি দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি পালন শুরু হয় শোভাযাত্রা মাধ্যমে। শোভাযাত্রাটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে আবার স্কুলে গিয়ে শেষ হয়। সুইডিশ দূতাবাসের অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) বাস্তবায়নাধীন বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল) প্রকল্পের আওতায় দিবসটি পালিত হয়।  

ছাত্রীরা মৎস্য অভয়াশ্রম ঘুরে দেখছে
ছবি: সংগৃহীত

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর হোসেন, শালিখা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দীন সুমন ও আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হেসেন মণ্ডল।

শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ছবি
ছবি: সংগৃহীত

উপস্থিত সম্মানিত অতিথিরা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। ফটকী নদীর দূষণ রোধে শিগগিরই কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

এরপর বিফরআরএল-সিএনআরএস আয়োজিত স্কুলশিক্ষার্থীদের কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি