'গায়ক রবীন্দ্রনাথ’ নিয়ে ঢাকায় পীতম সেনগুপ্ত
‘গায়ক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সাধারণ মানুষ তেমন জানে না, নতুন প্রজন্ম আরো কম জানে। রবীন্দ্রনাথের অন্য সব সৃষ্টি যথাযথভাবে সংরক্ষণ করা হলেও তাঁর কণ্ঠটি সেভাবে সংরক্ষণ করা যায়নি।’ বলেন রবীন্দ্র গবেষক পীতম সেনগুপ্ত।
২ জুলাই ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে চৈতন্য প্রকাশন আয়োজিত ‘আমার কণ্ঠ হতে গান কে নিল’ শীর্ষক এক গল্প-গানের আয়োজন করা হয়। ‘গায়ক রবীন্দ্রনাথ’কে এই অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন ভারত থেকে আমন্ত্রিত প্রখ্যাত রবীন্দ্র গবেষক পীতম সেনগুপ্ত। সংগীত পরিবেশন করেন জয়ীতা তিথি। তবলায় সংগত করেন রবীন্দ্র নাথ পাল, কি–বোর্ডে দেবা পাল, এস্রাজে আশিকুল আবির ও বাঁশিতে সাঈদ হাসান বাবু। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন চৈতন্য প্রকাশনের প্রকাশক রাজীব চৌধুরী।
উল্লেখ্য, পীতম সেনগুপ্তের রবীন্দ্রবিষয়ক আলোচিত বইগুলি হচ্ছে: রবীন্দ্রজীবনে শিক্ষাগুরু, রবীন্দ্র গানের স্বরলিপিকার, চেনা কবি অচেনা রবি, রবীন্দ্রগানের গল্প, রবীন্দ্রগানের আরো গল্প।
পীতম সেনগুপ্তের গ্রন্থনায় ৫ জুলাই সুনামগঞ্জে ও ৬ জুলাই সিলেটে আরও দুটি রবীন্দ্র গান–গল্পের অনুষ্ঠান হবে।