অপেক্ষা

ছবি: সংগৃহীত

‘উপেক্ষা’, ‘অবহেলা’
শব্দগুলো মুছে ফেলেছি
আমার অভিধান থেকে।
জীবনের মহাব্রত করেছি
‘প্রতীক্ষা’ অথবা ‘অপেক্ষা’কে।
তুমি মানে যে অপেক্ষার প্রহর;
অযুত-নিযুত, লক্ষ-কোটি বছর।
নিজের সঙ্গে নিজের এক অদ্ভুত বোঝাপড়া,
যেন মহাশূন্যে তোমাকে খুঁজে ফেরা।
হয়তো আছো তুমি শত আলোকবর্ষ দূরে,
পৃথিবীর ছায়াপথ মিল্কিওয়ে পেরিয়ে।
তাই আলোর চেয়ে দ্রুতগতিতে,
চলেছি ছুটে উল্কার বেগে
প্রিয়া, শুধু যে তোমায় খুঁজে পেতে।
প্রেম যে হবে ভূলুণ্ঠিত,
কবিরা যদি হয় পরাজিত।