হঠাৎ দেখা

অলংকরণ: মাসুক হেলাল

পড়ন্ত বিকেলের গোধূলি সন্ধ্যায় ঘুরতে যাওয়া আমাদের পুরোনো অভ্যাস। তাই আজ তার একটুও ব্যতিক্রম হয়নি। পড়ন্ত বিকেলের হিমেল হাওয়া কেন জানি আজ বারবার শোঁ শোঁ করে জানিয়ে যাচ্ছে নতুন কিছু পাওয়ার আশা। নেমে এল সন্ধ্যা—আমার চুলগুলো অগোছালো হয়ে, খুব ঘন কালো মেঘের মতো হাওয়ায় এলোমেলো হয়ে উড়তে ছিল। আমি আমার এলো কেশগুলো গোছাতে ব্যস্ত। পেছন ফিরে হঠাৎ দেখি তোমাকে। আমার ভালোলাগা মন ভরে, তোমার টানা টানা চোখভরা সুশ্রী মুখের সৌন্দর্যে হঠাৎ দেখি আমার পূর্ণতা।

তুমি আমাকে ডাকলে। আমি তোমার দিকে তাকিয়ে হারিয়েছিলাম নিজেকে এক অজানায়। সেদিন লজ্জামাখা চোখে তোমার চোখে চোখ রেখে, আমিও আর কিছু ভাবতে পারিনি। শুধু জানলাম তোমাকে পেয়েছি, সেই সুন্দর সন্ধ্যায়। আকাশের সব মেঘ উড়ে যাওয়া পাখিরাও জানান দিল তোমাকে পেয়েছি।

সেদিন থেকে হৃদয়ের মধ্যে তোমার ছবি আঁকি। কী অপরূপ তুমি, দেখিনি আগে; যত দেখি তোমায় ততই ভালো লাগে।

*লেখক: শিক্ষার্থী: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ