ঢাকা-হোমনা মহাসড়কে গৌরীপুর বাজার অংশে যানজট নিত্যদিনের ঘটনা
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার অংশে যানজট যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। কুমিল্লার তিতাস, হোমনা উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সঙ্গে দাউদকান্দির সড়ক যোগাযোগে ঢাকা-হোমনা মহাসড়কটি গুরুত্বপূর্ণ। কুমিল্লা জেলার ব্যবসার প্রাণকেন্দ্র গৌরীপুরে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কাজে জনগণ প্রতিনিয়ত এসে থাকে। গৌরীপুর বাজারে কেনাবেচাসহ বিভিন্ন কাজে জনগণের আনাগোনা প্রতিনিয়ত লেগেই থাকে। এখানে গাড়ির চাপ এতটাই বৃদ্ধি পেয়েছে যে দিনের বেশির ভাগ সময় গৌরীপুর বাজার অংশে যানজট লেগেই থাকে। যানজট নিরসনে কোনো ধরনের উদ্যোগ নেই, যে কারণে ঘণ্টার পর ঘণ্টা বাস, সিএনজিচালিত অটোরিকশা ও অটোরিকশাতে সময় নষ্ট হচ্ছে মানুষের। সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে গাড়ি থেকে নেমে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গাড়ি পরিবর্তন করতে হচ্ছে। জরুরি অ্যাম্বুলেন্সে করে রোগী পরিবহনে ঢাকা-হোমনা মহাসড়কে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে।
ঢাকা-হোমনা মহাসড়কে গৌরীপুর বাজার অংশে যানজট তৈরিতে কোনো সিন্ডিকেট কাজ করে কি না, সেটা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। বিভিন্ন সময় দেখা গেছে, রাষ্ট্রের এবং সরকারের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা ঢাকা-হোমনা মহাসড়কের গৌরীপুর বাজার অংশ দিয়ে যাওয়ার সময় যানজটে বসে থাকতে হয় না বললেই চলে।
ঢাকা-হোমনা মহাসড়কে গৌরীপুর বাজার অংশে যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হলে দুর্ভোগ অনেক কমে আসবে, সময়মতো গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে সাধারণ মানুষ।