আমিই নজরুলের বিশেষ আয়োজন ‘নজরুলচর্চায় ফেরদৌস আরা’
নজরুলসংগীতের প্রখ্যাত শিল্পী ফেরদৌস আরার জন্মদিন উপলক্ষে মুক্ত আসর-স্বপ্ন ’৭১ প্রকাশন নিবেদিত নজরুল গবেষণা ও চর্চা কেন্দ্রের উদ্যোগে অনলাইনে আয়োজন করা হয় ‘নজরুলচর্চায় ফেরদৌস আরা’। অনুষ্ঠানে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শিল্পী ফেরদৌস আরা। সংগীত পরিবেশনা ও আলোচনা করেন ভারতের কলকাতার সংগীতশিল্পী মঞ্জুষা চক্রবর্তী, আবৃত্তিশিল্পী মধুমিতা বসু ও সাইকা ইসলাম।
ফেরদৌস আরা বলেন, ‘আমি কী বলে যে ধন্যবাদ দেব, বুঝতে পারছি না। আমি এ ধরনের অনুষ্ঠানে মূলত আসি না। নতুন প্রজন্ম যেন কোথাও থেমে না যায়, তাদের জন্য এ আয়োজনের উপস্থিত থাকা। আজ আমরা যাঁর জন্য এসেছি, তিনি হলেন আমাদের নজরুল। “আমিই নজরুল”–এর এ উদ্যোগে বোনাস আনন্দ হিসেবে এই জন্মদিনে পেয়ে গেলাম। তাদের অনেক অনেক ভালোবাসা।’
আমিই নজরুলের পরিচালক আবু সাঈদ বলেন, ‘২০১৮ সাল থেকে নজরুলের চেতনা ও চিন্তাভাবনা তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়া জন্য আমিই নজরুল কাজ করে যাচ্ছে। এ ছাড়া আছে নজরুলের নানা বিষয়ে আলোচনা, আন্তর্জাতিক নজরুল উৎসব, নজরুলপাঠসহ নানা কর্মসূচি। নজরুলসংগীতের প্রখ্যাত শিল্পী ফেরদৌস আরার জন্মদিনে এমন আয়োজন করতে পেরে আমরা সৌভাগ্যবান।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অঙ্কিত।