একটি বেদনাদায়ক সাক্ষাৎকার

বাংলাদেশে বেসরকারি খাতের চাকরিজীবীদের প্রতিদিনের হিসাব–নিকাশ যেন এ সাক্ষাৎকারেই পাওয়া যায়। অফিসের গাড়িতে করে অফিসে যেতে যেতে নিজের সাথে নিজেই সাক্ষাৎকার দেওয়ার অভূতপূর্ব এই মুহূর্তটুকু চলুন একটু পড়ে নেওয়া যাক। হতে পারে এটি আপনারই জীবনের গল্প।

-আচ্ছা, আপনি সকালে ঘুম থেকে উঠে কী করেন?
-অফিসে যাই।
-সকালের সূর্য ওঠা দেখেন কখন?
- অফিসে যাওয়ার সময়।
-সকালের নাশতা কোথায় করেন?
-অফিসে।
-লাঞ্চ?
-অফিসে।
-বিকেলে ভাত ঘুম পেলে করেন?
-অফিসেই একটু জিরিয়ে নিই।
-যাক একটু অন্য প্রসঙ্গে আসি। দিনে চা কতবার খাওয়া হয়? এবং কোথায় খান?
-এক–দুবার খাওয়া হয়, অফিসের ক্যানটিনে।

-সূর্যাস্ত দেখতে পারেন?
-জি। অফিস থেকে বাসায় ফেরার সময়।
-আপনার আদর্শ কে?
-আমার অফিসের বস।
-আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
-অফিসে বড় একটা ডেজিগনেশন হোল্ড করা।
-পরিবারকে সময় দেন কীভাবে?
-অফিসের ফাঁকে ফাঁকে।
-একটু অবসর পেলে কী করেন?
-অফিসের কোন কাজটা কীভাবে করব তা ভাবি।
-কখনো ঘুরতে বা বেড়াতে যান না?
-জি যাই। অফিস থেকে ছুটি পেলে।
-সময়ানুবর্তিতার একটা উদাহরণ দিতে পারেন?
-জি। অফিসে আটটায় পৌঁছে ঠিকমতো পাঞ্চ করা।
-মাঝেমধ্যে অফিস শেষে কী করেন?
-অফিসেই থাকি আই মিন ওভারটাইম করি।

-বাসায় বউ–বাচ্চাকে কীভাবে ম্যানেজ করেন?
-অফিসের কাজের দোহাই দিয়ে।
-আড্ডাটাড্ডা কিছু কি দেওয়া হয়? দিলে কাদের সঙ্গে এবং কোথায়?
-জি। অফিসের সহকর্মীদের সঙ্গে। ক্যানটিনে।
-মোবাইলে সবচেয়ে বেশি কল করে কে বা কারা?
-এই তো অফিস সহকর্মীরাই।
-সবচেয়ে প্রিয় জায়গা কোথায়?
-আমার অফিস ডেস্ক।
-জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয় কী?
- অফিসের প্রমোশন।
-একটু রোমান্টিক প্রসঙ্গে আসি। বৃষ্টি দেখেছেন লাস্ট কবে ও কোথায়?
-এই তো কিছুদিন আগে অফিস থেকে ফেরার সময়।
-রাতে ঘুমানোর আগে কী করেন?
-পরের দিন অফিসে যাওয়ার জন্য ড্রেস গুছিয়ে রাখি।
-স্বপ্ন দেখেন মাঝেমধ্যে? কী নিয়ে দেখেন?
-জি দেখি। দেখি যে অফিসে সময়মতো পৌঁছাতে পারিনি।

-অসুস্থ হলে কী করেন?
-অফিস থেকে ছুটি নিই।
-আপনি এখন কোথায়?
-অফিস বাসে।
-আচ্ছা, আপনার ফেভারিট ফুড মেন্যু কী?
-অফিস ক্যানটিনের গরুর মাংস।
-আমাদের সাক্ষাৎকার আর কতক্ষণ চলতে পারে?
-আপাতত শেষ করা যেতে পারে।
-কিন্তু কেন?
-কারণ, আমি অফিসে পৌঁছে গেছি।

-আবার কবে আপনার সাক্ষাৎ পাব?

-এই তো কোনো একদিন অফিসে যাওয়া কিংবা অফিস থেকে ফেরার সময়।

ভাবনা ও লেখা: বায়তুল আলিফ জয়। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত

***নাগরিক সংবাদে লেখা পাঠাতে পারবেন আপনিও। ঠিকানা: [email protected]