একটি ‘নাই’ময় শুক্রবারের গল্প

অলংকরণ: আরাফাত করিম

‘আফজাল হোসেইন’ আমার গল্পের মূল চরিত্র। তার স্ত্রীর নাম নায়লা। এক ছেলে সাজিদ, পড়ে ক্লাস ফাইভে; এক মেয়ে সারিনা, পড়ে ক্লাস টুতে। এটা মূলত একটি সিকুয়েন্স গল্প। আগের সিকুয়েন্সের গল্পটি ছিল ‘আফজাল সাহেবের শুক্রবার কথন’। আর আজ নতুন আরেকটি গল্প। তবে আগের সিকুয়েন্সের সঙ্গে এই গল্পের কোনো সম্পর্ক নেই। দুটি আলাদা আলাদা গল্প। তো যাওয়া যাক আজকের গল্পে।

বেসরকারি খাতে (প্রাইভেট ফার্ম) যারা চাকরি করে, তারা সপ্তাহের ছয় দিন কি অমানবিক পরিশ্রম করে থাকেন, তা আমাদের কারও অজানা নয়। ছয় দিনের হাড়ভাঙা পরিশ্রমের পর আসে কাঙ্ক্ষিত শুক্রবার। আফজাল সাহেবরও একই অবস্থা। ছয় দিন শুধু অফিস টাইমই নয়, সঙ্গে ওভারটাইম করেও অন্যের মন জুগিয়ে চলতে হয় তার। অন্য সবার মতো আফজাল সাহেবেরও ইচ্ছা হয় শুক্রবার দিনটা একটু স্পেশালভাবে, রিলাক্সভাবে কাটুক। কিন্তু আদতেও কি তা সম্ভব হয়?

অলংকরণ: মাসুক হেলাল

আগের দিন তথা বৃহস্পতিবার অফিস থেকে বেশ দেরি করেই ফিরতে হয়েছিল আফজাল সাহেবকে। তাই আজ তথা শুক্রবার তিনি দৃঢ়প্রতিজ্ঞ যে অনেক বেলা পর্যন্ত ঘুমাবেন। কিন্তু তার আর সুযোগ কই? বাদ সাধল নায়লা। সকাল আটটায় তার চেঁচামেচিতে বেচারা আফজাল সাহেবের ঘুমের যবনিকা ঘটল।
-কই গো, সাজিদের আব্বু! ওঠো এবার। কয়টা বাজে দেখো।
-আরে, সপ্তাহের একটা দিনও কি একটু ঘুমাতে পারব না?
-কীভাবে ঘুমাবে? ঘরে কোনো বাজারসদাই নেই। আলু নাই, পেঁয়াজ নাই, আদা নাই, রসুন নাই, সয়াবিন তেল নাই, আরও কত কিছু যে নাই!
আফজাল সাহেবের মাথায় পুরো বাজ পরার মতো অবস্থা! এত তাড়াতাড়ি যে কীভাবে সব শেষ হয়ে যায়, তা মাথায় ধরে না তার।
-আচ্ছা লিস্ট করো। আমি আর ১৫ মিনিট একটু ঘুমিয়ে তারপর উঠে বাজারে যাচ্ছি।
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাশতা করে বাজারের ব্যাগ নিয়ে আফজাল সাহেব প্রস্তুত। অন্যদিকে বাজারের লিস্টও প্রস্তুত নায়লার। লিস্ট দেখে আফজাল সাহেবের চক্ষু ছানাবড়া হওয়ার মতো অবস্থা! যা একটু চোখের শান্তি, সেটা কেবল ওই নায়লার হাতের লেখাটাই!
১. আলু
২. পেঁয়াজ
৩. আদা
৪. রসুন
৫. সয়াবিন তেল
৬. ডিম
৭. এলাচি, দারচিনি
৮. সবজি
৯. লেবু, শসা
১০. একটা রুই মাছ
১১. মসুর ডাল
১২. ভিমবার সাবান
১৩. ডিটারজেন্ট
১৪. প্যারাসুট নারিকেল তেল
১৫. গরুর মাংস (যদি সম্ভব হয়)
আফজাল সাহেব জানে এখানে কোনো কিছুই বাড়তি চাহিদার নয়। সবকিছুই প্রয়োজনীয়। আর যেটা একটু তার ওপর চাপ হয়ে যেতে পারে, সেটাও তার জন্য অপশনাল করে দিয়েছে নায়লা। এই নায়লা পুরো সংসারটা কত সুন্দর করে আগলে রেখেছে। সাজিদ, সারিনার পড়াশোনা সামলানো; তাদের স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা; রান্নাবান্না আরও কত কি!

অলংকরণ: আরাফাত করিম

যাহোক লিস্ট আর বাজারের ব্যাগ সঙ্গে নিয়ে রওনা হলেন তিনি। বাজারে পৌঁছে সবার আগে গরুর মাংসটাই কিনে নিলেন আফজাল সাহেব। নিশ্চয়ই নায়লার খেতে খুব ইচ্ছা করছে। তা ছাড়া বাসায় তো গরুর মাংস নেওয়াই হয় না! আজ একটু না হয় আয়েশ করে সবাই মিলে খাওয়া গেল! আর গরুর মাংস রান্নাটাও যা দুর্দান্ত হয় নায়লার! যে একবার খাবে, সে পরের বেলার জন্যও আফসোস করবে। লিস্টমতো সব কিনে বাসায় পৌঁছে আফজাল সাহেব সোফায় বসে নায়লাকে ডাকতে শুরু করলেন।
-এই আস্তে ডাকো।
-কেন?
-কেন আবার কী? সাজিদ, সারিনার টিচার আসছে।
-ও আচ্ছা।
-আমি তো ভুলেই গিয়েছিলাম লিস্টে চা–পাতা আর বিস্কুট লিখতে! বাসায় একদম চা–পাতা আর বিস্কুট নাই। টিচারকে নাশতা দিতে পারি না অনেক দিন যাবৎ। তুমি একটু জিরিয়ে নাও। এরপর চা–পাতা আর বিস্কুট নিয়ে এসো।
-আচ্ছা।
আফজাল সাহেব মিনিট বিশেক সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে রইলেন। মিনিট বিশেক পরে আবার নায়লা তাকে ডেকে উঠাল।
-কই যাও এবার। টিচারের চলে যাওয়ার সময় হয়েছে কিন্তু।
-আচ্ছা যাচ্ছি।
-শোনো। গুঁড়া দুধও নাই। নিয়ে আইসো।
-আচ্ছা।

সবকিছু নিয়ে বাসায় এসে তাড়াতাড়ি গোসলে ঢুকলেন আফজাল সাহেব। শুক্রবার একটু আগেভাগে মসজিদে যেয়ে এসি রুমে না বসলে চলে! প্রতি শুক্রবার তাই ভাবেন, কিন্তু শেষমেশ অবশ্য দেরিই হয়ে যায়। আজও হবে। দেখা যাবে কোনো না কোনো ঝামেলা হবেই! আজও তার ব্যতিক্রম হলো না। গোসলে ঢুকেই দেখেন কলে পানি নাই। এই বাড়িওয়ালাটা একদম খাটাশ প্রকৃতির! সপ্তাহে ছয় দিন কোনো ডিস্টার্ব নাই পানির, কিন্তু যেই শুক্রবার আসে, সেই শুরু হয় এ রকম। মাঝেমধ্যে তার মন চায় বাড়িওয়ালার মাথায় এক বালতি পানি ঢেলে দিতে। এখন এই পানি আসতে আসতে নিশ্চিত নামাজের সময় হয়ে যাবে, সাজিদকে গোসল করিয়ে মসজিদে যেতে যেতে সেই ছাদে কিংবা রাস্তায়ই গরমের মধ্যে নামাজটা পড়তে হবে। এসিতে বসার সৌভাগ্য ইহজনমেও হবে বলে মনে হয় না!

অলঙ্করণ: মাসুক হেলাল

দুপুরে নামাজ শেষে একসঙ্গে খেয়েদেয়ে বিকেলে কেবল ক্লান্ত চোখজোড়া একটু বন্ধ করলেন আফজাল সাহেব। এরই মধ্যে সাজিদ, সারিনা দুজনেই তাকে ডেকে তুলল।
-আব্বু, এই আব্বু।
-কি বাবা, বলো। (চোখ বন্ধ রেখে জবাব দিলেন আফজাল সাহেব)।
-আব্বু, আমার আর সারিনার হোমওয়ার্ক খাতা নাই।
-আচ্ছা বাবা সন্ধ্যার পর এনে দেব।
-না আব্বু, এক্ষুনি আনতে হবে। না হলে স্কুলের হোমওয়ার্ক একটাও শেষ হবে না।
আফজাল সাহেব নিরুপায় হয়ে বের হতে চললেন। পেছন থেকে নায়লা ডেকে বলল-
-সাজিদের আব্বু বাসায় নুডলস নাই। বাচ্চারা নুডলসটা অনেক পছন্দ করে। ওই সময় লিস্টে লিখতে ভুলে গেসি।

আফজাল সাহেব শুনলেন কিন্তু কিছু না বলেই বেরিয়ে গেলেন। দোকান থেকে হোমওয়ার্ক খাতা, নুডলস কিনে তারপর বাসায় ফিরলেন।
রাত ৮টা ৩০–এ টিভিতে স্টার জলসার একটা সিরিয়াল শেষ করে চুলায় রান্না বসাল নায়লা। মিনিট দশেক যাওয়ার পরই সিলিন্ডারের গ্যাস শেষ!
-কই গো শুনছো?
-কি হলো?
-সিলিন্ডারে গ্যাস নাই। ইমিডিয়েটলি গ্যাসের জন্য ফোন দাও।
-আচ্ছা দিচ্ছি।
-হ্যালো, ভাই আমি নাজমুল হোল্ডিং, ৫/ই থেকে বলছি।
-হ্যাঁ, ভাই বলেন।
-আমার বাসায় সিলিন্ডারের গ্যাস শেষ। ১২ লিটারের গ্যাস বোতল লাগবে। খুব জরুরি। গ্যাস এলে রান্না হবে বাসায়।
-গ্যাস তো সাপ্লাই নাই ভাই। কাল–পরশু আসতে পারে!
-বলেন কি? তাহলে উপায়!
-কিছু করার নাই ভাই। অপেক্ষা করতে থাকেন। গ্যাস এলে জানাব আপনাকে।
-কথা হলো? বলল নায়লা।
-হ্যাঁ। কিন্তু গ্যাস নাকি সাপ্লাই নাই।
-কি আর করবে বাইরে থেকে খাবার নিয়ে এসো!
-হ্যাঁ। তাই করতে হবে।
-সাজিদের আব্বু...!
-হ্যাঁ বলো নায়লা।
-নাহ থাক।
-আরে বলোই না?
-বলছিলাম, কত দিন ‘হু চুয়াং’ চায়নিজ রেস্টুরেন্টের চায়নিজ খাই না! আজকে আমাদের জন্য একটু চায়নিজ আইটেম নিয়ে আসবে?
-আচ্ছা দেখি।
বাসা থেকে বের হতে না হতেই নায়লার কল মুঠোফোনে।
-এই শোনো।
-হ্যাঁ, বলো।
-আমার ওষুধগুলো একটাও নাই। অবশ্যই নিয়ে আসবে।
-আচ্ছা।
-আর বাসায় তো কোনো দুধ নাই। মিল্ক ভিটা দুধ লাগবে ১ লিটার।
-আচ্ছা।
বাসার অনেক কাছেই হু চুয়াং চায়নিজ রেস্তোরাঁ। এখানকার চায়নিজ খাবারগুলোও বেশ লাগে খেতে।
রিসিপশনে যেতেই-
-হ্যালো স্যার।
-আচ্ছা শুনুন, আমার কিছু খাবার পার্সেল লাগবে।
-সরি স্যার।
-সরি মানে?
-আজকে আমাদের এখানে একটা পার্টি হচ্ছে তো। সব বাংলা খাবারের অর্ডার। আর আজকে খুব চাপ হওয়াতে আমরা খুচরা সব অর্ডার বাতিল করে দিচ্ছি।
-ওহ, আচ্ছা।
-সরি স্যার। আন্তরিকভাবে দুঃখিত।
-নাহ ঠিক আছে।

হু চুয়াং–এ চায়নিজ না পেয়ে অন্য একটা চায়নিজ রেস্টুরেন্ট থেকে খাবার আর ফার্মেসি থেকে নায়লার ওষুধ কিনে বাসায় ফিরে এলেন আফজাল সাহেব।
রাতের খাবার শেষে সাজিদ সারিনাকে ঘুম পাড়িয়ে নিজে অবশেষে একটু ঘুমাতে গেলেন। সারাটা দিন একপ্রকার নাই নাই এর মধ্য দিয়েই গেল। এটা নাই, সেটা নাই। উফফফফ। যাক বাবা, একটু শান্তিতে ঘুমানো যাবে এবার। বিছানায় গা এলিয়ে দিতে দেরি, কিন্তু আফজাল সাহেবের চোখে ঘুম চলে আসতে একটুও দেরি নাই। রাতে একটা ভয়ানক স্বপ্ন দেখতে লাগলেন তিনি। তিনিসহ তাঁর অফিসের কিছু সহকর্মী নৌকায় করে বেড়াচ্ছেন। হঠাৎ তাঁদের নৌকাটা পানিতে ডুবে গেল। আফজাল সাহেব পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছিলেন। পরে অনেক কষ্টে সাঁতরিয়ে পাড়ে ফিরলেন। পুরো শরীর ভেজা তাঁর!

-এই ওঠো সাজিদের আব্বু।
-কি কি কি! (ভয় পেয়ে গেলেন আফজাল সাহেব)।
-কি আবার কারেন্ট চলে গেসে। তুমি তো ঘামে ভিজে একেবারে চুপসে গেসো। একটা চার্জার ফ্যান নাই। কত দিন ধরে বলছি তোমাকে!
নাহ। একটু ঘুমিয়েও শান্তি পেলেন না আফজাল সাহেব। আবার শুরু হয়েছে এটা নাই, সেটা নাই। দীর্ঘক্ষণ হাতপাখা দিয়ে সবাইকে বাতাস করার কোন ফাঁকে যে তিনি ঘুমিয়ে গেলেন টেরই পেলেন না।

সকাল সাতটায় আফজাল সাহেব রওনা দিবেন অফিসে। আগেভাগে উঠেই রেডি হয়ে বাসা থেকে বের হলেন তিনি। কি দিনটাই না গেল গতকাল এই নাই, সেই নাই। যাক, অবশেষে শান্তি। অফিসই ভালো আসলে। এটা নাই, সেটা নাই থেকে মুক্তি। এগুলো ভাবতে ভাবতেই অফিস থেকে জামির আহমেদের ফোন। জামির আহমেদ আফজাল সাহেব যে প্রাইভেট ফার্মে চাকরি করেন, সেখানকার এইচআর ডিপার্টমেন্টের। এত সকালে ওনার ফোন দেওয়ার কারণটা অনুমান করতে পারলেন না তিনি।
-হ্যালো, আফজাল সাহেব।
-আরে জামির ভাই, এত সকাল সকাল! কী ব্যাপার?
-ভাই একটু দরকারেই ফোন করা।
-কী দরকার? বলে ফেলুন।
-আজকে অফিসের ট্রান্সপোর্ট নাই। আপনিসহ সবাইকে নিজস্ব ট্রান্সপোর্টে আসতে হবে।
-বলেন কি?
-হ্যাঁ ভাই। আজকে একটু কষ্ট করেন।

এই বাইরের পাবলিক ট্রান্সপোর্ট মানে নানা রকমের বেহাল অবস্থা! কিন্তু কিছুই করার নাই। শত কষ্ট হলেও অফিসে যেতে হবে। গতকাল একটা দিন গেল নাই’ময়। আবার আজকের দিনটাও শুরু হলো ‘নাই’ দিয়ে। কে জানে আজকে আরও কতশত ‘নাই’ অপেক্ষা করছে আফজাল সাহেবের জন্য।

**নাগরিক সংবাদে লেখা ও ছবি পাঠাতে পারবেন [email protected]