ভাদ্রে পঞ্চগড়ে শীতের আভাস!

কুয়াশাচ্ছন্ন পরিবেশে মিষ্টি রোদ এক নরম অনুভূতি জাগায়ছবি: জাহিদ হাসান

প্রকৃতিতে যখন শীতের আগমন ঘটে, তখন সবকিছু যেন এক নতুন রূপে আবির্ভূত হয়। হিমেল হাওয়া, কুয়াশায় ঢাকা ভোর, আর গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু—এই সবকিছু মিলিয়ে শীতের এক বিশেষ আকর্ষণ রয়েছে। শহরের ব্যস্ত রাস্তা আর গ্রামীণ পথগুলো শীতের নীরবতায় ঢেকে যায়, আর মানুষজন উষ্ণ পোশাকে নিজেদের মুড়িয়ে ফেলে। সূর্যটা কুহেলিকা ডিঙিয়ে উঁকি দেয়।

কুয়াশাচ্ছন্ন পরিবেশে মিষ্টি রোদ এক নরম অনুভূতি জাগায়! এখন চলছে ভাদ্র মাস। উত্তরের জেলা পঞ্চগড়ে কয়েক দিন ধরে ভোরের দিকে দেখা মিলছে কুয়াশার।  

শীতের সকাল মানেই গরম চায়ের কাপে এক চুমুক, খেজুরের রসে ভিজে থাকা মাটির ঘ্রাণ! শীতের এই স্নিগ্ধতা শুধু প্রকৃতিকে নয়, মানুষের মনকেও প্রশান্তি এনে দেয়। শীতের আগমনে প্রতিটি সকাল, প্রতিটি রাত হয়ে ওঠে শান্তিময় এবং মুগ্ধতার।

শীতের আগমনে প্রতিটি সকাল, প্রতিটি রাত হয়ে ওঠে শান্তিময় এবং মুগ্ধতার
ছবি: জাহিদ হাসান

শীতের সকাল মানেই গরম চায়ের কাপে এক চুমুক, খেজুরের রসে ভিজে থাকা মাটির ঘ্রাণ! শীতের এই স্নিগ্ধতা শুধু প্রকৃতিকে নয়, মানুষের মনকেও প্রশান্তি এনে দেয়। শীতের আগমনে প্রতিটি সকাল, প্রতিটি রাত হয়ে ওঠে শান্তিময় এবং মুগ্ধতার।

নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]