ঢাকার রাস্তায় এ কোন ‘ওসমান’
গত ২৬ মে রাজধানী ঢাকার গুলশান-১ লিংক রোডে সিঙ্গার হেড অফিসের সামনে হাজারো মানুষের সমাগম। সকাল থেকেই সেখানে অনেক মানুষের আনাগোনা বাড়তে থাকে। ফলে রাস্তায় জ্যামও বারবার দেখা যাচ্ছিল। আগত মানুষদের একটাই চাওয়া—তাঁরা ‘ওসমানকে’ এক নজর দেখতে চান।
এই ‘ওসমান’ হচ্ছেন বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সিরিজ ‘কুরুলুস ওসমান’–এর কেন্দ্রীয় চরিত্র। বিখ্যাত ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর ইতিহাস নিয়েই এই সিরিজ এখন জনপ্রিয়। আলোচ্য ‘ওসমান’ চরিত্রে অভিনয় করছেন তুরস্কের বিশ্বখ্যাত অভিনেতা বুরাক ওসজিভিত। তাঁর জনপ্রিয়তা সুদূর এ বাংলাদেশে কেমন, সেটা যেন সেদিনই ব্যাপকভাবে ফুটে উঠেছে। মূলত কুরুলুস ওসমান সিরিজের ব্যাপক জনপ্রিয়তা এদেশে আছে বলেই বুরাককে নিয়ে মানুষের এতো উন্মাদনা দেখা গেছে। বাংলাদেশে সিঙ্গার-বেকো ট্রান্সফরমেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বুরাক এ দেশে আসবেন, সেটা তিনি নিজেই এক সপ্তাহ আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামের প্রোফাইলে জানিয়ে দেন। এর পর থেকেই এদেশে তাঁর ভক্তদের উৎসাহ-উদ্দীপনা বাড়তে থাকে তাঁকে একবার হলেও দেখার জন্য। বেশ কয়েকজন ভক্তকে বিখ্যাত ওসমানীয় সাম্রাজ্যের প্রথম ‘কায়ী’ পতাকা হাতেও সেদিন সিঙ্গার হেড অফিসের সামনে দেখা গেছে, যে পতাকা ‘কুরুলুস ওসমান’ সিরিজে প্রায়ই প্রদর্শিত হয়ে থাকে।
বেলা দুইটার দিকে ‘ওসমান’খ্যাত এই অভিনেতা বুরাক ওসজিভিত সিংগার হেড অফিসে গাড়ি নিয়ে প্রবেশ করলে হাজারো উৎসুক জনতা ‘ওসমান’ ধ্বনিতে মুখরিত করে তোলে পুরো রাস্তা। বুরাককেও গাড়ির ছাদখোলা জায়গায় দাঁড়িয়ে ভক্তদের প্রতি হাত নাড়িয়ে কৃতজ্ঞতা প্রদর্শন করতে দেখা যায়। পরে বুরাক নিজেই অপেক্ষমান হাজারো মানুষকে দেখতে অফিসের সামনে বেরিয়ে আসেন। এ সময় তিনি নিজেই সেলফি তুলেন ভক্তদের নিয়ে এবং বাংলাদেশে তাঁর ভক্তদের সালাম ও ধন্যবাদ জানান কড়া নিরাপত্তার মধ্যেও। এ সময় ভক্তদের বেশ উন্মাদনা দেখা যায়। অতঃপর বুরাক যখন সিঙ্গার অফিস থেকে বের হচ্ছিলেন, তখন উৎসুক ভক্তরা তাঁর গাড়ি ঘিরে ধরেন ও সেলফি নিতে থাকেন। বুরাক বিরক্ত না হয়ে বরং নিজেও বেশ উপভোগ করছিলেন দেখা যাচ্ছিল, কারণ তিনি নিজেই ভক্তদের ভিডিও করে নিচ্ছিল যা পরে তিনি নিজের ইন্সটাগ্রামের প্রোফাইলে পোস্ট করেন।
বুরাকের গাড়ি গুলশান থেকে বের হওয়ার সময় তার গাড়ির পেছনে শত শত মানুষকে দৌড়াতে দেখা যায়। এ সময় ‘ওসমান’ ‘ওসমান’ ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে যায়। বুরাক নিজেও ভক্তদের এমন উন্মাদনাকে সাড়া দিতে গাড়ির ছাদখোলা জায়গায় আবার দাঁড়িয়ে হাত নাড়িয়ে সবাইকে ধন্যবাদ ইঙ্গিত করতে থাকেন। ঢাকার ব্যস্ততম গুলশান-লিংক রোড যেন ‘ওসমান’ নামের এক ভিনদেশীর জনপ্রিয়তার সাক্ষী হল সেদিন। এর পর থেকে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বুরাকের এমন ভক্তদের উন্মাদনার বিভিন্ন রিলস-ভিডিও দেখা যাচ্ছে, যেখানে বুরাককে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে মুহূর্ত উপভোগ করতে দেখা গেছে।
পরে বুরাক নিজেই হোটেল রেডিসনে এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি ভারতেও গিয়েছন, পাকিস্তানেও গিয়েছেন। তবে বাংলাদেশের মতো এতো ক্রেজি ফ্যান দেখেননি। এ সময় তিনি নিজের বিখ্যাত ‘ওসমান’ চরিত্রের ভিত্তি সেই ‘কুরুলুস ওসমান’ সিরিজের এ দেশে ব্যাপক জনপ্রিয়তা আছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন। বুরাক নিজেও বাংলাদেশে মানুষের এমন ভালোবাসা পেয়ে বেশ আনন্দিত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ও ইন্সটাগ্রামে পোস্টও করেছেন।
*লেখক: তাওহীদ জানান অভিক, শিক্ষার্থী, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়
**নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]