গহিনে ভালো থাকা
তুমি ভালো থাকা মানে,
দুঃখ আর কষ্টদের অনির্দিষ্ট ছুটি,
তপ্ত দুপুরে শহর জুড়ে এক পশলা বৃষ্টি।
তুমি ভালো থাকা মানে,
শূন্য কার্বন নিঃসরণ,
নগরে সবুজের তুমুল বিস্ফোরণ।
তুমি ভালো থাকা মানে,
ঘুটঘুটে আঁধারে,
আলো জ্বালে জোনাকি
তোমার দুয়ারে।
তুমি ভালো থাকা মানে,
মূল্যস্ফীতির লাগাম টেনে,
শায়েস্তা খাঁ'র আমলে ফিরে যাওয়া।
টাকায় মিলবে আট মণ চাল,
ক্ষুধা আর অভাব নিমিষেই হাওয়া।
তুমি ভালো থাকা মানে,
শহরে নেই অসহ্য যানজট।
পাকাচ্ছে না কোথাও কেউ,
অহেতুক ভজঘট।
তুমি ভালো থাকা মানে,
শুষ্ক মৌসুমেও পদ্মা, তিস্তা -
জলে টইটম্বুর।
কৃষাণীর চোখে জ্বলজ্বলে আলো;
স্বপ্নে ভরপুর।
তুমি ভালো থাকা মানে,
কোথাও নেই লুন্ঠন, অধিকার হরণ,
ঋদ্ধির হবে সুষম বন্টন।
তুমি ভালো থাকা মানে,
মত প্রকাশে নেই কোনো বাঁধা।
যেমন ইচ্ছে লিখেন কবি,
স্বপ্নে আঁকা তাঁর কবিতার খাতা।