নজরুল বিশ্ববিদ্যালয়ে নাইট ক্রিকেট টুর্নামেন্টে প্রাক্তনদের মিলনমেলা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট’। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পাঁচটি দলের অংশগ্রহণে গত শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাতটায় শুরু হওয়া খেলাটি গত শনিবার ভোর সাড়ে পাঁচটায় শেষ হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ‘সাম্যবাদী স্ট্রাইকার্স’ ও রানার্সআপ হয় ‘অগ্নিবীণা অ্যাভেঞ্জার্স’।
আয়োজক সংগঠন এসপিসিজি (শর্ট পিচ ক্রিকেট গ্রাউন্ড) কমিউনিটি ২০১৬ সাল থেকে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করে আসছে। দেশের দূরদূরান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এ বিশাল মিলনমেলা ও খেলা আয়োজনে।
আয়োজনে অংশগ্রহণকারী পাঁচটি দলের নামই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মের সঙ্গে সংযোগ স্থাপন করে রাখা হয়েছে। এবারের এই চতুর্থ আসরে দল হিসেবে ছিল সাম্যবাদী স্ট্রাইকার্স, বাঁধনহারা ব্লাস্টার্স, ধূমকেতু ড্রিমার্স, চক্রবাক চ্যালেঞ্জার্স ও অগ্নিবীণা অ্যাভেঞ্জার্স।
টুর্নামেন্টের অন্যতম আয়োজক হায়দার আলী খান রনি জানান, ‘আমাদের এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে খেলাধুলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তোলা, খেলাধুলা ও ফিজিক্যাল অ্যাকটিভিটিকে প্রমোট করা, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রবণতা বাড়ে, মাদক ও স্ক্রিন টাইম থেকে নিজেকে দূরে হেলদি লাইফের একটা ডেইলি রুটিন মেইনটেইন করে।’