চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ নানা দাবীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সংবাদ সম্মেলন
গতকাল শনিবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর তোপখানা রোডের একটি হোটেলের কনফারেন্স হলে বৈষম্য বিরোধী দাবী বাস্তবায়ন সমন্বয় কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের দাবী আদায়ের লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী দাবী বাস্তবায়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহাবুব আলম মোল্লা। সদস্য সচিব মো. আবদুল্লাহ আল মমিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সারা বাংলাদেশ থেকে আগত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সকল স্থানীয় সরকার প্রশাসনিক ইউনিটের ন্যায় পদবী নির্বাহী কর্মকর্তা করণ, পদবীর সঙ্গে সামঞ্জস্যপুর্ণ বেতনস্কেল ৯ম গ্রেড প্রদান ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ দাবী উল্লেখ করা হয়।
আজ রোববার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ঘোষিত অবস্থান কর্মসূচি দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে মানবিক বিবেচনায় স্থগিত করা হয়।
**নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]