শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক নেতা–কর্মীদের ইফতার
ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতারা। গতকাল বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে শাবিপ্রবি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতা-কর্মীরা অংশ নেন। তাঁরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যত দিন বাংলাদেশ পরিচালিত হবে, তত দিন সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক নেতারা বলেন, ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা সবাই যাঁর যাঁর অবস্থানে প্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয়জীবনের মতো বর্তমান সময়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে।