ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের জন্য বিনা মূল্যে ‘বেড-সাইড’ কাউন্সেলিং সেবা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, বাংলাদেশ এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি সোসাইটি (বিইসিপিএস) এবং ইএমডিআর বাংলাদেশ অ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে ছাত্র-জনতার অভ্যুত্থানে আঘাতপ্রাপ্ত শিক্ষার্থী ও জনসাধারণকে বিনা মূল্যে মানসিক কাউন্সেলিং সেবা দিয়ে যাচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনায় সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তির নানা রকম মানসিক অসুবিধা দেখা দেওয়ার আশঙ্কা আছে। এ সময় মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং ব্যক্তিকে মানসিক স্থিরতার পাশাপাশি দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি কমিয়ে আনতে পারে। এ লক্ষ্যে তিনটি প্রতিষ্ঠানের একদল নিবেদিত মনোবিজ্ঞানী ১৪ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের ‘বেড-সাইড’ কাউন্সেলিং সেবা শুরু করেছেন।

যাঁরা ইতিমধ্যে হাসপাতাল থেকে বাসায় চলে গেছেন তাঁরা কাউন্সেলিং সেবা পেতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ফরম পূরণ করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে সরাসরি উপস্থিত হয়ে অথবা অনলাইনে কাউন্সেলিং সেবা গ্রহণ করা যাবে। বিনা মূল্যে এই সেবা আগামী অক্টোবর পর্যন্ত চালু থাকবে।