ইউসামের উদ্যোগে ক্যানসার দিবসে সচেতনতাবিষয়ক কাউন্সেলিং প্রোগ্রাম

বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫) চট্টগ্রামের মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়ে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মিরসরাইয়ের (ইউসাম) উদ্যোগে ক্যানসার সচেতনতাবিষয়ক একটি কাউন্সেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

প্রোগ্রামে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী অনিক কুমার ও সাবরিনা খান এবং পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান চৌধুরী ক্যানসারের বিভিন্ন দিক নিয়ে বিশদভাবে আলোচনা ও কাউন্সেলিং করেন। তাঁরা ক্যানসারের কারণ, লক্ষণ, প্রতিরোধের উপায় এবং প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। এ ছাড়া স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে ক্যানসারের ঝুঁকি কমানোর বিষয়েও দিকনির্দেশনা দেন।

সেশনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রাণবন্ত। তারা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনে, কৌতূহলী প্রশ্ন করে এবং নিজেদের ভাবনা শেয়ার করে। তাদের আগ্রহ ও অংশগ্রহণ প্রমাণ করে, সুস্থ ও সচেতন ভবিষ্যৎ গড়তে তারা কতটা প্রতিশ্রুতিবদ্ধ।

প্রোগ্রামটি সঞ্চালনা করেন ইউসাম ২৪-২৫ কমিটির সভাপতি আবদুল্লাহ আল মুরাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি আল মামুন, শিক্ষা ও সেমিনারবিষয়ক সম্পাদক ফিরোজ মাহমুদ আসিফ এবং এক্সিকিউটিভ কমিটির অন্যান্য সদস্য, যাঁদের সম্মিলিত প্রচেষ্টায় প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়।

সার্বিক দিক পরিচালনা করেন মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক এম এস হোছাইন সবুজ। ইউসাম আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি, যাদের সার্বিক সহযোগিতা ছাড়া এ আয়োজন সম্ভব হতো না। শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন করে তোলার লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের এ সহযোগিতাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্বীকার করি এবং কৃতজ্ঞতা জানাই।

এই আয়োজনের মাধ্যমে ইউসাম তারুণ্যের মধ্যে ইতিবাচক পরিবর্তনের আলো ছড়িয়ে দেওয়ার আরও এক ধাপ এগিয়ে গেল, স্বাস্থ্যসচেতন ও সচেতন সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে। বিজ্ঞপ্তি