শীত বালিকা
ভোরের সকাল শীতবালিকা
হেঁটে কোথায় চলে?
কুয়াশারী বৃষ্টি দিয়ে
মুচকি হেসে বলে!
হালকা শীতের আহ্বানে
শিশির ভেজা ফুল,
শাপলা শালুক দিলাম ছুঁয়ে
আমি শীতের মূল।
পদ্ম ফোটা বিলের পানি
রূপ ছড়ানোর আয়না,
আলতো আলতো শীতের পরশ
গান ধরেছে ময়না।
সূর্যি মামা প্রেমে পড়ে
বছর ঘুরে পাওয়া,
গ্রাম বাংলায় মিশে আছে
শীতবালিকার হাওয়া।
শীতবালিকার আগমনে
শীতের পাখি আসে,
পিঠা পুলি খেজুরের রস
সবাই ভালোবাসে।