অনন্ত প্রতীক্ষা

ছবি: সংগৃহীত

এই যে তুমি আমায় ফেলে
চলে গেছ যোজন দূরে,
কখনো কি একটু তাকাও,
পেছন ফিরে?
মনে কি হয় একলা বসে,
একটা মানুষ কেবল তোমার
ফিরে আসার প্রহর গোনে?
সেই মানুষটা একা একা
মনের মাঝে ছবি আঁকে,
মেঘের দেশে, দূর পাহাড়ে
তোমার কাঁধে মাথা রেখে,
চুপটি করে আকাশ দেখে।
সেই মানুষটা তোমায় নিয়ে
কাব্য করে, গল্প লেখে,
কল্পনাতে সুর তোলে,
রঙিন কত স্বপ্ন দেখে।
আঁধার রাতে জোছনা হয়ে,
তুমি কি আর আসবে ফিরে?