চায়ের কাপ
ছোট্ট শহরের এক চায়ের দোকানে বসে ছিলেন বুড়ো কাকা। দোকানের সামনে দাঁড়িয়ে ছিল ছেলেটি, যার নাম রিফাত। সে কাকার খুব পছন্দের ভাতিজা। সকাল-বিকেল এসে কাকার দোকানে গল্পগুজব করত। রিফাত একদিন এসে কাকার কাছে বলল, ‘চা দেবে না কাকা?’
কাকা হেসে বললেন, ‘দিতেছি তো ভাতিজা। চা–পাতা দিলাম মাত্র। তুই একটু অপেক্ষা কর।’
রিফাত চায়ের কাপ হাতে নিয়ে বসে রইল। তার মনে হচ্ছিল, এই চা কাকাই যেন তাকে একটা নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে। কাকার চোখে-মুখে ছিল এক বিশেষ আনন্দ, যেন জীবনের সব সুখের সঙ্গী সে।
‘কাকা, আপনি কী ভাবছেন?’ রিফাত জিজ্ঞেস করল।
‘ভাতিজা, আমি ভাবছিলাম চায়ের কাপের মধ্যে কত গল্প লুকিয়ে থাকে,’ কাকা বললেন। ‘এ কাপ থেকে শুরু করে চায়ের গন্ধ, সবকিছুতে গল্প আছে। জীবনের অনেক অনুভূতি আমরা চায়ের সঙ্গে শেয়ার করি।’
রিফাত কাকাকে আরও জিজ্ঞেস করল, ‘আপনার জীবনেও কি কোনো বিশেষ গল্প আছে, যে গল্পটি চা দিয়ে শুরু হয়েছে?’
কাকা একটু চিন্তা করলেন। তারপর বললেন, ‘একবার, অনেক বছর আগে, আমি একটি চায়ের দোকানে বসে ছিলাম। তখন আমি যুবক। হঠাৎ, একজন তরুণী সেখানে এসে বসে পড়ল। তার সঙ্গে এক কাপ চা পান করতে গিয়ে আমাদের দুজনের মধ্যে গভীর আলাপচারিতা শুরু হলো। সেই দিনটি আমার জীবনের সবচেয়ে আনন্দময় দিন হয়ে উঠেছিল।’
‘কাকা, সেই তরুণীর নাম কী ছিল?’ রিফাত জিজ্ঞেস করল।
কাকা একটু হাসলেন, ‘তার নাম ছিল ইরা। তার সঙ্গে চা খাওয়ার সেই মুহূর্তটি আজও আমার মনে গেঁথে আছে। চায়ের প্রতিটি চুমুকে ছিল নতুন নতুন স্বপ্ন, নতুন নতুন গল্প।’
রিফাত উল্লাসিত হয়ে বলল, ‘আপনার সেই স্মৃতি আজকের চায়ের কাপের সঙ্গে জুড়ে গেছে। জীবনে চা কখনো শুধু পানীয় নয়; বরং এটি আমাদের স্মৃতির অংশ।’ কাকার চায়ের কাপের গল্প যেন জীবনকে রাঙিয়ে দেয়!
কাকা হেসে বললেন, ‘ঠিক বলেছিস, ভাতিজা। চায়ের কাপ আমাদের গল্পগুলোকে একত্র করে। এ কাপের ভেতর শুধু চা নয়, রয়েছে ভালোবাসা, সম্পর্ক ও জীবনযুদ্ধের অনবদ্য কাহিনি।’
এভাবে কাকার দোকানের চায়ের কাপের চারপাশে গড়ে উঠল নানা গল্প। শহরের মানুষজন আসত, চা খেত, গল্প করত। তাদের সুখ-দুঃখ, আশা-নিরাশা—সবই যেন চায়ের কাপের সঙ্গে মিশে যেত। আর কাকা, কেবল চা নয়, চায়ের কাপ দিয়ে মানুষের মনকে উষ্ণ করত।
আর এভাবেই চায়ের কাপের মধ্যে লুকানো গল্পগুলো শহরের গলিতে ছড়িয়ে পড়ত, মানুষের হৃদয়ে গেঁথে যেত।
*লেখক: মুহাম্মদ মুহিউদ্দীন ইবনে মোস্তাফিজ, কাপ্তাই রাস্তার মাথা, চান্দগাঁও, চট্টগ্রাম