স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়: অরুণোদয়ের আলোয় নবীনদের পথচলা

নতুন মুখ, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। নবীনদের আগমনে এক উৎসবমুখর দিন পার করল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের রঙ। বর্ণাঢ্য আয়োজনে ৮২, ৮৩ ও ৮৪ ব্যাচের নবীনদের বরণ করে নেয় ৮০ ও ৮১ ব্যাচের শিক্ষার্থীরা। স্টামফোর্ডের অডিটোরিয়ামে নবীনবরণ অনুষ্ঠান ঘিরে দিনভর চলে হাসি-আনন্দ, আবেগ আর সৃজনশীলতার মিশেলে এক অনন্য আয়োজন।

জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় নবীনবরণ অনুষ্ঠান ‘অরুণোদয়’। এরপর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে নবীন বরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল মতিন, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক ও বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

এবারের নবীনবরণ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘বই’। জ্ঞানের প্রতীক বইকে কেন্দ্র করেই অনুষ্ঠানের মঞ্চ সাজানো হয়। নবীন শিক্ষার্থীদের হাতে ফুল বরণ করে নেন ৮০-৮১ ব্যাচের শিক্ষার্থীরা।

নবীনবরণ মানেই শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আনন্দেরও উপলক্ষ। তাই অনুষ্ঠানের প্রথম পর্বেই ছিল নাচ, গান ও নাটকের জমজমাট পরিবেশনা। বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা তাদের নান্দনিক পরিবেশনায় মাতিয়ে তোলেন পুরো ক্যাম্পাস। বিশেষ করে ‘রানী কেন বিদ্যাশেএএএ’ যাত্রাপালার আদলে একটি ছোট্ট নাটক পরিবেশন করেন জ্যেষ্ঠ শিক্ষার্থীদের একটি দল।

আর দ্বিতীয় পর্বে শুরু হয় ব্যান্ড শো। সুরের জাদুতে মুখরিত হয়ে ওঠে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম। সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সবাই একসঙ্গে গলা মিলিয়েছেন গানের তালে, নেচেছেনও অনেকে।

বইয়ের আলোয় আলোকিত হয়ে নবীনদের যাত্রা সুন্দর ও সমৃদ্ধ হবে এই প্রত্যাশায় শেষ হয় নবীনবরণ অনুষ্ঠান ‘অরুণোদয়’।