পটুয়াখালীতে পাঁচ নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

নারী মুক্তিযোদ্ধাদের সঙ্গে অতিথিরাছবি: সংগৃহীত

সামাজিক সংগঠন ‘চেষ্টা’র পক্ষ থেকে ২৪ জুন পটুয়াখালীর গেজেটভুক্ত পাঁচ বীর নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন আলেয়া বেগম, জামিলা বেগম, রিজিয়া বেগম, হাজেরা বেগম ও ছৈতুন বেগম। এই পাঁচজন বীরকন্যার প্রত্যেককে একটি করে দুধের গাভি উপহার দেওয়া হয় ‘চেষ্টা’র পক্ষ থেকে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর এলজিডির নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন।

নারী মুক্তিযোদ্ধাদের হাতে গাভি উপহার দেওয়া হয়
ছবি: সংগৃহীত

বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেষ্টার প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুণ। আরও উপস্থিত ছিলেন চেষ্টার সদস্য দিলরুবা বেগম, সাধারণ সম্পাদক, কনক মাহমুদ সুলতানা, নিম্মী চৌধুরী, গুলশান নাসরিন চৌধুরী, রিফফাত লুসি, শাহনাজ মান্নান, মাহমুদা সুলতানা, নাসিমা জামান, সাকেরা খান, সাহানা পারভিন ও মনোয়ারা তাহির। এ ছাড়া উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তি ও বীর মুক্তিযুদ্ধারা।

মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জী বীরকন্যাদের খুঁজে খুঁজে সম্মাননা ও সহযোগিতা করার জন্য চেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্মানিত অতিথি লতিফ হোসেন চেষ্টার কর্মকাণ্ডের প্রশংসা করেন। উপস্থিত অতিথিদের সামনে সাধারণ সম্পাদক দিলরুবা বেগম চেষ্টার গত ১৩ বছরে কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। বিজ্ঞপ্তি