পুলিশের এসআই-সার্জেন্ট নিয়োগে বয়সসীমা ৩০ বছর করা হোক

দেশের সব চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর এবং কোটাধারীদের জন্য ৩২ বছর থাকলেও ভিন্নতা দেখা যায় পুলিশের এসআই ও সার্জেন্ট পদের ক্ষেত্রে। এখানে কোটাধারীদের জন্য বয়সসীমা ১৯ থেকে ৩২ বছর থাকলেও সাধারণ প্রার্থীদের জন্য ১৯ থেকে ২৭ বছর। এই দুটি পদে আবেদনের জন্য শারীরিক যোগ্যতার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক। দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় ১৯ থেকে ২০ বছর বয়সে কোনো শিক্ষার্থীর স্নাতক শেষ করা সম্ভব নয়। সেশনজটসহ নানা কারণে পড়াশোনা শেষ করে সার্টিফিকেট পেতে ২৫ থেকে ২৬ বছর সময় চলে যায়।

অন্যদিকে পুলিশে নিয়োগ হয় দীর্ঘ সময় পরপর। ফলে কেউ কেউ এক থেকে দুবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। আবার অনেকে আবেদনের সুযোগই পান না।

পুলিশের কনস্টেবল নিয়োগে এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতায় বয়সসীমা ১৮ থেকে ২০ বছর। অন্যদিকে এসআই-সার্জেন্ট নিয়োগে স্নাতক পাসে বয়সসীমা ১৯ বছর থেকে ধরা হয়েছে, যা পুরোপুরি বেমানান।

তাই ১৯, ২০ ও ২১—এই তিন বছর বাদ দিয়ে বয়সসীমা ২২ থেকে ৩০ বছর করা হোক। এতে অনেক প্রার্থী আবেদনের সুযোগ পাবেন। ফলে একদিকে যেমন বেকারত্ব কমবে, তেমনি অন্যদিকে বেশি প্রার্থী থাকায় কর্তৃপক্ষ অধিকতর যোগ্য প্রার্থী পাবে।

লেখক: আনিসুর রহমান, সাবেক সভাপতি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

**নাগরিক সংবাদে লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস: [email protected]