রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকায় স্পিডব্রেকার চাই
কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকা একটি জনবহুল এলাকা, এখানে চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদ, হজরত হাজী ছমি উদ্দিন শাহ (রহ.) দাখিল মাদ্রাসা, চন্দ্রঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন হেলথ কমিউনিটি সেন্টার, খোন্দকার পাড়া ডাকঘর অবস্থিত, প্রতিদিন হাজার সেবাপ্রার্থী এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন।
বুইজ্জার দোকান সড়ক দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে কোদালা শিলক ও পদুয়া ইউনিয়নে দৈনিক হাজার হাজার মানুষ চলাচল করেন। এখানে বিভিন্ন মসজিদ মাদ্রাসা খানকা রয়েছে। প্রায় ১০ হাজার মানুষের বসবাস এই বুইজ্জার দোকান এলাকায়। প্রতিদিন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী চলাচল করেন এ রাস্তা দিয়ে।
প্রায়ই কাপ্তাই সড়কের বুইজ্জার দোকান এলাকায় দুর্ঘটনা ঘটে থাকে, ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি দুর্ঘটনায় ফয়সাল নামে একজন নিহত হন, ২০২০ সালের ১৯ জুলাই ট্রাকের ধাক্কায় শামসুন্নাহার নামের একজন নারী নিহত ও তিনজন আহত হন, ২০২২ সালের ৩ জুলাই ট্রাকের ধাক্কায় জমির উদ্দিন নামের একজন রিকশাচালক নিহত হয়, ২০২৩ সালের ১৮ এপ্রিল ট্রাক–অটোরিকশার ধাক্কায় কামাল হোসেন নামের এক স্কুলছাত্র নিহত হয়। এ ছাড়া বিভিন্ন হতাহতের ঘটনা ঘটছে অহরহ।
সুতরাং এ কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকাতে দুর্ঘটনা রোধ করার জন্য একটি স্পিডব্রেকার নির্মাণ ভীষণ জরুরি। সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকায় স্পিডব্রেকার স্থাপন করে দুর্ঘটনা প্রতিরোধে আশু ব্যবস্থা গ্রহণ করবেন।
*লেখক: মুহাম্মদ আবদুল কাইয়ুম, সমাজকর্মী
**নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস [email protected]