ঢাকায় শাক্যমুনি বৌদ্ধবিহারে কঠিন চীবরদান অনুষ্ঠিত

রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধবিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ৩৫তম দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে
ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধবিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ৩৫তম দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এ বছরও ঢাকাস্থ পার্বত্য বৌদ্ধ সংঘ ও শাক্যমুনি বিহার পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে কঠিন চীবরদান হয়েছে।

প্রথমবারের মতো শাক্যমুনি বৌদ্ধবিহারে পাহাড়ের ঐতিহ্যবাহী বুননপদ্ধতিতে বেইন বুনে ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরি করে উপসংঘরাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের ভান্তের সভাপতিত্বে পূজনীয় ভিক্ষু সংঘকে সেই কঠিন চীবরদান করা হয়।

বহুবিধ পুণ্যফলে পরিপূর্ণ এ মহৎ দান অনুষ্ঠানে বহু বিদগ্ধ ও প্রজ্ঞা ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিবারের মতো এবারও পাহাড় ও সমতল বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট বৌদ্ধ মনীষী ও রাজধানী ঢাকাস্থ সদ্ধর্মপিপাসু বৌদ্ধ দায়ক-দায়িকারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিহার পরিচালনা কমিটির সভাপতি নবজ্যোতি খীসার স্বাগত বক্তব্যে পরে জ্ঞানেন্দ্রীয় চাকমা,  প্রকৌশলী পুলক জীবন খীসা, কীর্তি নিশান চাকমা, গৌতম অরিন্দম বড়ুয়া, লে. কর্নেল (অব.) পরিমল বিকাশ চাকমা বক্তব্য দেন। দুই দিনব্যাপী পবিত্র এ কঠিন চীবরদান অনুষ্ঠান গতকাল শুক্রবার সন্ধ্যা ৫টায় বিশ্বশান্তি কামনায় প্রদীপ প্রজ্বালনে মধ্য দিয়ে সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি