ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিট মেডিসিন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিট মেডিসিন ক্লাবের উদ্যোগে ২৩ জানুয়ারি গরিব ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। মানবিক এই কর্মসূচি বরিশাল জেলার উজিরপুর গ্রামে আয়োজন করা হয়। শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম অন্তর। এ ছাড়া মেডিসিন ক্লাবের অন্য সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

শীতবস্ত্র বিতরণ শেষে একই স্থানে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক জাহিদুল ইসলাম সজল ও জান্নাতুল নাহিদ ইভা। ক্যাম্পে আসা রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করা হয়, যা গ্রামের মানুষের জন্য বিশেষভাবে উপকারী হয়ে ওঠে।

ছবি: লেখকের পাঠানো

ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের ফলে উজিরপুর গ্রামের বহু মানুষ বিনা মূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান। মেডিসিন ক্লাবের এমন মানবিক ও সেবামূলক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

*লেখক: এস এম এম মুসাব্বির উদ্দিন, সহকারী সাধারণ সম্পাদক, ২০২৪–২৫ কার্যকরী কমিটি, মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিট

নাগরিক সংবাদ, জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]