ক্যানসার চিকিৎসায় বাংলাদেশের অগ্রগতি

ক্যানসারপ্রতীকী ছবি

অসংক্রামক ব্যাধিগুলোর মধ্যে ক্যানসার একটি দুরারোগ্য ও ব্যয়বহুল রোগ। অনেকেই একে বলে থাকেন মরণব্যাধি। আসলে কি তা–ই। বেশ কিছু ক্যানসার যেমন শিশুতোষ ও বেশির ভাগ ব্লাড ক্যানসার সঠিক সময়োপযোগী চিকিৎসায় সম্পূর্ণ নিরাময়যোগ্য। প্রয়োজন পাশ্চাত্যের উন্নত দেশের ন্যায় সমান সুযোগ–সুবিধা। পাশ্চাত্যের ধনী দেশগুলো ও এর চিকিৎসায় যেখানে একরকম পর্যুদস্ত, সেখানে আমাদের মতো নিম্নমধ্যম আয়ের দেশের রোগীদের জন্য এর চিকিৎসা তো বলাই বাহুল্য।

বেশির ভাগ সময় এ দেশের কিছুটা অবস্থা সম্পন্ন রোগীরা দেশের চিকিৎসাব্যবস্থা ও সফলতা বিবেচনায় না এনে অহেতুক বিদেশে পাড়ি জমায় এবং বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রার বিনিময়ে ফিরতে হয় সর্বস্বান্ত হয়ে। বিগত দশকে আমাদের দেশে রোগ নিরূপণব্যবস্থা ও এর আধুনিকায়নের গতি কিছুটা শ্লথ হলে ও দক্ষ বিশেষজ্ঞ জনবল, ওষুধশিল্পের অভূতপূর্ব উৎকর্ষতা সাধনের ফলে বর্তমানে এর চিকিৎসায় প্রাণের সঞ্চার হয়েছে। এখন আমাদের বলতে বাধা নেই ‘বিদেশমুখী আর নয়, ক্যানসার চিকিৎসা দেশেই হয়’।

অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম রব্বানী
ছবি: সংগৃহীত

অদূর ভবিষ্যতে রোগ নিরূপণব্যবস্থা, চিকিৎসা গবেষণা ও অধিকতর সুদক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে এর বিদ্যমান দুর্বলতা কাটিয়ে উঠা এখন সময়ের ব্যাপার মাত্র। উন্নত দেশের ক্যানসার চিকিৎসার সফলতার পেছনে রয়েছে সঠিক ও আধুনিক রোগ নিরূপণব্যবস্থা, প্রয়োজনীয় সুদক্ষ বিশেষজ্ঞ জনবল ও পাশাপাশি রয়েছে গবেষণালব্ধ উন্নত চিকিৎসা উপকরণ, তথা ওষুধ। যেটি অদ্যাবধি সমান্তরালভাবে সর্বত্র প্রসার লাভ করেনি, ফলে ক্যানসার রোগীরা অসম চিকিৎসা/চিকিৎসাসুবিধা বঞ্চিত। তাই ক্যানসার চিকিৎসার এবারের প্রতিপাদ্য বিষয় ‘আসুন ক্যানসার চিকিৎসা সেবার দূরত্ব কমিয়ে আনি এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করি’-কেননা, নারী-পুরুষ, ধনী-গরিব, যুবক-বৃদ্ধ, জাতি-ধর্ম নির্বিশেষে যে কেউই ক্যানসার আক্রান্ত হতে পারে, কিন্তু সবাই এর সমান চিকিৎসাসেবার অন্তর্ভুক্ত নয়।

*লেখক: মোহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেমাটোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

**নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস [email protected]